X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মলাট খুলে ‘সূর্যোদয়ের দৃশ্যাবলি'

.
২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৩৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১৪:৩৯

মলাট খুলে ‘সূর্যোদয়ের দৃশ্যাবলি' ২০১৯ বইমেলা উপলক্ষে মাসুম মুনাওয়ারের কাব্যগ্রন্থ ‘সূর্যোদয়ের দৃশ্যাবলী’ তিউড়ি প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে। প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত। দাম রাখা হয়েছে ১৩৫ টাকা। বইটি থেকে কয়েকটি কবিতা প্রকাশ করা হলো।

সূর্য

চোখ কচলাতে কচলাতে আমাদের গ্রামে সূর্য ওঠে। হামাগুড়ি দিতে দিতে সবুজ ঘাসে ছড়িয়ে পড়ে তার অগণিত চোখ। শিশিরের জল। সেই সব শুরুর আলাপ। পৃথিবীর ঘুম ভাঙে।

দূর সূর্যের নিকট থেকে ধেয়ে আসে আলোর মিছিল। পাল্টে যায় জীবনের গতিপথ। পাল্টায় না মানুষের রূপ। দুপুর হতে না হতে অশ্লিলতা দৌড়ে আসে মনের গভীরে। জেন বয়ানের ফাঁদে পড়ে কাঁদে কবিদের সহোদর। তামাম শহরে বসে মানুষের হাট। মানুষ বিলীন।

সূর্যের আলোতে তারাগুলো মানুষ হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তারা ঝিলমিল। মানুষের কোলাহলে বাড়ে পৃথিবীর দৈনিক বয়স। মানুষগুলো রাত নামতেই তারা হয়ে যায়। জমে ওঠে তারা আর মানুষের খেলা। মানুষগুলো মানুষ হতে গিয়ে নীলাকাশে দেয় পাড়ি।

জোনাকিরা চুপচাপ ঘুম গেলে আঁধার কুণ্ডুলি কেটে নামে তামাকের ঘ্রাণ। সুরেলা পাখনাগুলো তীর্থ যাত্রা শেষে উঠোনে জমায় গীতের আসর। বুড়োবুড়িদের হাট বসে ছাদের উঠোনে। রাত-দিন, সকাল-বিকেল, সন্ধ্যা বা সময় সকলই চাতকের মতো খোঁজে মেঘজল। তবু সূর্য ওঠে আর তারাগুলো মানুষের মতো হেঁটে বেড়ায় নোনা মাটির জমিনে।

চাঁদ

কুনোব্যাঙের মতোই জীবন কাটিয়ে দেয়া যেত—প্রভু বাঁধ সাধলেন। তিনি, পৃথিবীর বুকে চাষ করলেন বিষাদের ঘর। ঘরের ভেতর বিষধর সাপ; সাপের মাথায় রক্তজবা। রক্তজবা ভালোবাসা যায়, পাওয়া কঠিন। অসম্ভব নয় কিছু—জলে কবিতার চাষ। জমতেই পারে কয়েকটা দিন। সুখ আসলে কী? কারো জানা নেই সুখ-গল্প, আমাদেরও ছিলো না কোনোদিন। যেমনি থাকে না কূল। বংশ বৃদ্ধি শিখিয়েছে আদম-হাওয়া, শেখায়নি প্রতারণার আবাদ। রাত নেমে আসে শাড়ির আঁচল ধরে। আমরা শুধু নামছি নিজেদের থেকে দূরে। হয়তো কোথাও একদিন জীবন খুঁজে পাবোই; অথবা না!

বুধ

ছবির ভেতর চোখ। চোখের ভেতর মায়া। বাস্তব আর ছবিতে বিস্তর ফারাক। তবুও সুন্দর। যে জীবন মধুময়! শাদাকালো। কত কথা। বাস্তব জীবন থেকে দূরত্বও বহুত। তেলচটা গ্রামগুলো এখানে অনুপস্থিত। ছবিচোখ। ছবিরও চোখ থাকে, ছবি দেখে; কথা কয় মানুষের মতো। ভেতরে মানুষ। চুপচাপ বসবাস। নিকটে নীরব মাছ। ছবি হাসে, হেসে যায়; উল্লাসে উল্লাস। মানুষগুলো কাঁদে না, পুড়ে তার মন। এই ভার্চুয়াল স্থিতি তারও আছে নতুন পরিচয়। নানাবিদ গল্প। জীবন এখানে ভিন্ন আয়ুষ্কাল। কণ্ঠজাদু। বাতাসের মতো যার নেই অবয়ব—তড়িৎ অস্তিত্ব। অদৃশ্য সত্তায় মিশে থাকা দশানন। বেড়ে ওঠে দৃশ্যমান মানুষের মতো তার একাধিক মন।

শুক্র

তোমার নিকটে এসে চাঁদ ম্লান হয়ে যায়, তুমি চাঁদ হয়ে যাও। তোমার নিকট মিলিয়ে গেছে জীবন। আলো আশ্রয়ী সকাল। আলো হতে চাই। আলোর জন্যে সাধনা। যজ্ঞ পালিত জীবন। নিকটেই ধ্যানে বসো। আলোর নিকট ধ্যান করার অর্থ হইলো আলো ভালোবাসো। আমি সেই আলো। আমরা আলোতে মিশি, মিশে একাকার। আমাদের ঐ মিলনে রাত নেমে আসে, দিন হয়। জগৎ বাঁচে, প্রাণ ফিরে প্রায় প্রাণ। প্রেমের অমরত্বেই জীবন পূর্ণতা পায়।

//জেডএস//
সম্পর্কিত
ভুটানি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন
সাঙ্গ হলো প্রাণের মেলা
২৫০ শিশু লিখলো ‘আমাদের জাতির পিতা, আমাদের শ্রেষ্ঠ মিতা’
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া