X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ছয় ঋতুর এই দেশে ছয়টা মেলা হোক

মুম রহমান
২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৫১

মুম রহমান প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলাকে আপনি কীভাবে দেখেন বা আপনার মতে এই মেলা কেমন হওয়া উচিৎ?
উত্তর : বছরে একটা বইমেলা ভাল লাগে না। ছয় ঋতুর এই দেশে ছয়টা মেলা হোক, হোক না সপ্তাহ জুড়েই। ক্ষতি কি! 

প্রশ্ন : মেলায় প্রকাশিত বই মার্চ মাসেই খুঁজে পাওয়া যায় না, এত বই কোথায় যায়? মানে একদিকে প্রচুর বই ছাপা হচ্ছে অন্যদিকে বইয়ের দোকান কমে আসছে- এই স্ববিরোধ কেনো?

উত্তর : প্রকাশকরা বই ছাপা বিষয়ে সত্যি কথা বলেন না। লেখকরা কোনভাবে তার বই ছাপা হলেই খুশি। ফলে চলছে লুকোচুরি।

প্রশ্ন : বইমেলা করে বাংলা একাডেমি তার সক্ষমতার অপচয় করছে কিনা? করে থাকলে এই মেলার দায়িত্ব কারা নিতে পারে?

উত্তর : এই বিচার্যের ভার আমার নয়।

প্রশ্ন : শোনা যায়, বেশির ভাগ প্রকাশক বই বিক্রি করে মেলার আনুষ্ঠানিক খরচই তুলতে পারেন না। বইমেলা বছর বছর এই আর্থিক ক্ষতিকে সম্প্রসারিত করছে কিনা?

উত্তর : এটার উত্তর আসলে প্রকাশকরা দিতে পারবেন। তবে আমি এ দেশের অনেক প্রকাশককেই চিনি যারা বই প্রকাশ করেই চলেন, মানে ওটাই তাদের আয় এবং তারা গাড়ি-বাড়ির মালিকও বটে। খরচ না উঠলে সেই কাজ করার অর্থ কি? সেবা? প্রকাশনা কোন দাতব্য কাজ নয়। যারা পেশাদার এবং এখান থেকে লগ্নি ওঠানোর যোগ্যতা রাখেন তাদেরই এটা করা উচিত। অন্যরা সরে গেলে পরিবেশ ভাল হবে।

প্রশ্ন : মেলার স্টল বিন্যাস কেমন হওয়া উচিৎ? যাতে পাঠক খুব সহজেই তার কাঙ্ক্ষিত স্টলগুলো খুঁজে পেতে পারেন?
উত্তর : যেমনই হোক, দিক নির্দেশনা থাকা উচিত। স্টলগুলোর মানচিত্র, পথ নিদের্শনা ইত্যাদি মূল গেটে দেয়া যেতে পারে।

প্রশ্ন : ঢাকার বিভিন্ন অঞ্চলসহ সারাদেশে কীভাবে সৃজনশীল বইয়ে মার্কেট গড়ে তোলা যায়?
উত্তর : বই কেনো শুধুমাত্র বইয়ের দোকানেই বিক্রি হয়? গিফট শপগুলোতে কি বই রাখা যায় না? অন্য কোন জায়গায়, যেমন ধরুন, সুপার শপগুলোতে। স্বপ্ন, আগোরা, মিনা বাজার, আড়ং ইত্যাদি ব্যবসায়িক প্রতিষ্ঠান- যাদের অনেক আউটলেট আছে তাদের সঙ্গে কি কোন চুক্তি যাওয়া যায় না?

প্রশ্ন : বাজার কাটতি লেখকের প্রভাব ও প্রচারে পাঠক বই সম্পর্কে ভুল বার্তা পায় কিনা?
উত্তর : পাঠক বুদ্ধিমান, ক্রেতা হিসাবে তারা জানেন কী কিনছেন। বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়ে যে বই কেনে সে সাবান, টুথপেস্ট, সব কিছুই ভুল করেই কেনে। তেমন লোক খুব বেশি থাকার কথা নয়। কারোরই এতো অহেতুক টাকা নেই যে ভুল করে টাকা খরচ করে ফেলবে।

প্রশ্ন : আপনার বই কত কপি ছাপা হয়, কত কপি বিক্রি হয়- তা জানেন কিনা?
উত্তর : না, জানি না। এক প্রকাশক মৌখিকভাবে একবার একটা হিসেব দিয়েছিলো, আমি সে হিসাব বিশ্বাস করিনি। আরেক প্রকাশকের কাছে লিখিত হিসেব চাওয়াও সে এখন আমার সাথে যোগাযোগ রাখে না।


 

মুম রহমান কথাসাহিত্যিক, অনুবাদক

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
বায়ার্নের নজরে থাকা নাগেলসমানের সঙ্গে জার্মানির নতুন চুক্তি
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!