behind the news
Vision  ad on bangla Tribune

মারিও বার্গাস ইয়োসার ৮০তম জন্মবার্ষিকী

.১৩:৫৮, মার্চ ২৮, ২০১৬

মারিও বার্গাস ইয়োসা স্প্যানিশ সাহিত্যের পুরোধা লেখক। তার রচনা বাস্তব জগতের সাহিত্যিক প্রতিরূপ। তাই তাকে ল্যাটিন আমেরিকার "রাজনৈতিক বিবেক" বিবেচনা হয়। ২০১০ সালে নোবেল পুরস্কারজয়ী পেরুর এই কথাসাহিত্যিক জন্মগ্রহণ করেছেন ১৯৮৩ সালের ২৮ মার্চ। আজ তার ৮০তম জন্মবার্ষিকী। আশৈশব পিতার দুঃশাসন, ক্রোধ আর নির্যাতন মোবাবেলা করেছেন। সম্ভবত, এই চেতনাই পরবর্তিতে তাকে রাজনীতি সচেতন করেন। ১৯৯০ সালে তিনি পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীল ডেমোক্রেটিক ফ্রন্ট-এর প্রার্থীও হন। 
তার প্রধান পাঁচটি উপন্যাস হলো: ১৯৬৩ খ্রিস্টাব্দে প্রকাশিত নায়কের কাল, ১৯৭৭ খ্রিস্টাব্দে প্রকাশিত জুলি চাচী এবং নাট্যরূপকার, ১৯৮১ খ্রিস্টাব্দে প্রকাশিত জগৎ বিলয়ের যুদ্ধ, ২০০০ খ্রিস্টাব্দে প্রকাশিত ছাগলের মহাভোজ এবং ২০০৬-এ প্রকাশিত নষ্টা মেয়ে নায়কের কাল  উপন্যাসের এক হাজার কপি বিক্ষুব্ধ সামরিক বাহিনী পুড়িযে দেয়। তিনি প্রবন্ধ-নিবন্ধ, ছোটগল্প ও নাটকও রচনা করেছেন।
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এই আয়োজন। পড়তে ক্লিক করুন—

গল্প 

দাদামশাই ও একটি খুশির কথা

 

আত্মজৈবনিক রচনা 

লিমা ভয়ঙ্কর

 

ফুটবল নিয়ে 

ফুটবলের আনন্দ

 

সাক্ষাৎকার 

কঙ্গোর জন্য বিরাট দুর্ভাগ্য যে তারা অতীত ভুলে গেছে 

 

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ