X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

প্রত্যাখ্যানের চিঠি প্রকাশ করলেন জে. কে. রাউলিং

মিলন আশরাফ
১০ এপ্রিল ২০১৬, ১০:৫০আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১১:৫৯

জে. কে. রাউলিং হ্যারি পটার সিরিজের লেখক জে. কে. রাউলিং তাঁর প্রথম উপন্যাস The Cuckoo's Calling প্রকাশের জন্য প্রকাশক খুঁজছিলেন। যেটা প্রথম প্রকাশের মুখ দেখে ২০১৩ সালে। সম্প্রতি (২৫ মার্চ, ২০১৬) তাঁর নিজের টুইটারে প্রকাশক থেকে প্রত্যাখ্যান হয়ে আসা দুটি চিঠি প্রকাশ করেছেন তিনি। সঙ্গে এ কথাও জুড়ে দেন ‘প্রতিশোধ নয়, নতুন লেখককে উৎসাহ দিতেই এ পোস্ট। সুতরাং এখানে প্রকাশকের স্বাক্ষর মুছে দিয়েছি।’
প্রথম চিঠিতে প্রকাশনা সংস্থা Constable & Robinson জানায়, ‘বাণিজ্যিক সাফল্য বিবেচনা সাপেক্ষে আপনার উপন্যাস (The Cuckoo's Calling) ছাপানো সম্ভব হচ্ছে না।’ চিঠিতে প্রকাশক রবার্ট গালব্রেথ জানান, ‘ভালো কোনো বুকশপের সাহায্যে ডাবল চেক করে নিতে পারেন। বছরের মাঝামাঝিতে বুকসেলার ম্যাগাজিনে নতুন বই প্রকাশের যে বিজ্ঞাপন থাকে, ওখানেও চেষ্টা করতে পারেন।’ উপন্যাসটি সম্পর্কে গঠনমূলক সমালোচনা করে তিনি জানান, ‘কোনো লেখকগ্রুপ অথবা লেখালেখির কোর্স তাকে এ ব্যাপারে সাহায্য করতে পারে।’
Creme de la Crime publishers থেকে এসেছিল দ্বিতীয় চিঠিটা। তারা জানান, ‘সাতটা প্রকাশনার সঙ্গে আমরা যুক্ত। নতুন কোনো বই প্রকাশের চিন্তা এই মুহূর্তে আমাদের নেই।’

টুইটারে রাউলিং-এর ফলোয়ারের সংখ্যা সাত মিলিয়ন। তাঁর এক ভক্তের অনুরোধে প্রত্যাখ্যিত চিঠির ছবিও প্রকাশ করেছেন তিনি। রাউলিং ব্যাখ্যা করে বলেন, ‘আমার চিলেকোঠায় বাক্সভর্তি হ্যারি পটার। মি. রবার্ট গালব্রেথ, চাইলেই আপনাকে ওগুলো দেখাতে পারি।’
চিঠি থেকে স্বাক্ষর কেটে দিয়েছেন রাউলিং। কারণ তিনি বলেন, ‘প্রতিশোধ নিতে নয়, উৎসাহ দেবার জন্য এটা প্রকাশ করেছি আমি।’ তিনি আরও বলেন, ‘আমি খুব শঙ্কিত ছিলাম যে, যদি আমি প্রত্যেক প্রকাশক থেকে নিজেকে সরিয়ে না ফেলি, তাহলে তারা আমাকে না জানি কত নীচে ছুঁড়ে ফেলে!’
তাঁর এই টুইটার আলোচনায় যোগ দেন আরেক লেখক জোয়ান হ্যারিস। তিনি ঠাট্টার সুরে বলেন, ‘আমার ১৯৯৯ সালে লিখিত চকোলেট উপন্যাসটিও প্রকাশক দ্বারা বহুবার প্রত্যাখ্যাত হয়েছে।’ অথচ পরবর্তীতে এই উপন্যাসের সাফল্য ছিল চোখে পড়ার মতো। উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র বানানো হয়েছে যেখানে অভিনয় করেছেন, জুলেটি বিনোচি, জুডি ডেনস, এবং জনি ডেপ।
The Cuckoo's Calling প্রথম প্রকাশিত হয় Sphere Books থেকে এবং এর অল্পসংখ্যক পুনর্মুদ্রণ প্রকাশ করে বিখ্যাত প্রকাশনা সংস্থা Brown & Company.

রাউলিং নিজের পরিচিতি পাবার আগেই উপন্যাসটি ১৫০০ কপি বিক্রি হয়ে যায়। এ খবর বেশ গুরুত্বের সঙ্গে ছাপে সানডে টাইমস নিউজপেপার। বড়দের জন্য তাঁর লেখা উপন্যাস ‘দি ক্যাজুয়াল ভেকান্সিও’ (২০১২) সর্ব মহলে বেশ সাড়া ফেলে। তাঁর হ্যারি পটার সিরিজ এ পর্যন্ত বিক্রি হয়েছে ৪০০ মিলিয়ন কপি। হয়েছে আটটি ফিল্ম অ্যাডাপটেশন। অর্থনৈতিকভাবে চলচ্চিত্রটি দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড ছুঁয়েছে অনেক আগেই। তিনি ঔপন্যাসিক হিসেবে পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার।

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ