X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইবি সংশ্লিষ্টদের ফেসবুক পেজ নিবন্ধনের নির্দেশ

ইবি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৩, ১৮:৪৫আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১৮:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নামে পরিচালিত সকল ফেসবুক পেজ ও গ্রুপ আগামী ১৫ অক্টোবরের মধ্যে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১১ অক্টোবর) আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পেশাজীবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠনের ব্যক্তিগত অথবা সংগঠন/ ফোরাম/ সমিতি/ পরিষদের নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনও ফেসবুক পেজ ও গ্রুপ খোলা থাকলে আগামী ১৫ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd/ InformationCollection) লিংকে প্রয়োজনীয় তথ্য প্রদানের অনুরোধ জানানো যাচ্ছে।

আরও বলা হয়, তথ্য প্রদান ব্যতীত বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করলে চলতি মাসের ১৫ তারিখের পর সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন শনাক্তকরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রশাসনের অনুমতি ছাড়াই প্রায় অর্ধশতাধিক ভুয়া ফেসবুক প্রোফাইল, গ্রুপ ও পেজ চালু রয়েছে। এর আগে, গত ১৬ জুলাই এ সকল অননুমোদিত পেজ, গ্রুপ বা প্রোফাইল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি বা পরিবারের সদস্যগণের নামে সৃষ্ট প্রোফাইল এক সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিবন্ধন সংক্রান্ত নোটিশ

এদিকে বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নামে অনেক ভুঁইফোড় গ্রুপ, পেজ ও প্রোফাইল থেকে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন ব্যক্তির নামে কুৎসা রটনা, ব্যক্তিস্বার্থ হাসিল, অপপ্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন, মেয়েদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের পেজ নিবন্ধন শেষ হলে বাকি অননুমোদিত পেজ বন্ধের জন্য আইনি ব্যবস্থা গ্রহণসহ সকল ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ইতোমধ্যে উপাচার্য কার্যালয়ে উপাচার্য, উপউপাচার্য, কোষাধ্যক্ষ এবং সাংবাদিকসহ সকলের সঙ্গে মতবিনিময় করেছি। তারপর এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। নিবন্ধন কার্যক্রম শেষ হয়ে গেলে বাকি ভুয়া পেজ বন্ধের জন্য, যারা উচ্চতর প্রযুক্তি নিয়ে কাজ করেন তাদের সহযোগিতা নিয়ে পেজগুলো বন্ধ করা হবে এবং যারা এগুলো পরিচালনা করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
হ্যাকারের কবলে পিডিবির অফিসিয়াল ফেসবুক পেজ
হিরো আলমের ফেসবুক পেজ হ্যাক করেছে ‘উগান্ডা সাইবার টিম’
সর্বশেষ খবর
সরকারের ১০০ দিনে নানা চ্যালেঞ্জ
সরকারের ১০০ দিনে নানা চ্যালেঞ্জ
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
নৌকা নিয়ে দ্বিমত থাকলে তাদের নিয়ে কাজ করবো না: গণপূর্তমন্ত্রী
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই