X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা মেটালেন জবি শিক্ষার্থীরা

জবি প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩১

চলমান দাবদাহে অতিষ্ঠ নগরবাসী। তীব্র গরমে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতিতেও পেটের তাগিদে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। গরমের সঙ্গে লড়াই করলেও নানা ধকল যাচ্ছে তাদের শরীরের ওপর দিয়ে।

শ্রমজীবী এসব মানুষের কথা মাথায় রেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল উদ্যোমী শিক্ষার্থী। পথচারী ও শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে বিশ্ববিদ্যালয়ের সামনে তারা বিনামূল্যে বিতরণ করেছেন লেবুর শরবত।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আড়াই শতাধিক মানুষের তৃষ্ণা নিবারণ করেন তারা, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসাও কুড়িয়েছে নেটিজেনদের।

জানা যায়, আয়োজকরা সবাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী। তারা হলেন, মো. সাজ্জাদ হোসেন, কলমী আজাদ কঙ্কন, শাহজাহান বাদশা, হাসান ইসলাম, ফারিয়া রহমান বর্ষা, আসফিয়া হক, সোনালী খানম ও ১৭তম ব্যাচের রেযয়ানুল সুমন।

মানুষের জন্য কিছু করার প্রেরণা থেকে তাদের এই উদ্যোগ

কীভাবে এমন উদ্যোগের কথা মাথায় এলো, জানতে চাইলে মো. সাজ্জাদ হোসেন বলেন, 'গরমের কারণে আমাদের বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনলাইনে ক্লাসের ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে তাপপ্রবাহ নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে কথা হচ্ছিল। গত রোববার রাতেই সিদ্ধান্ত নেওয়া হয় সাধারণ মানুষের জন্য কিছু করার। সেখান থেকেই এই উদ্যোগ।’

কলমী আজাদ কঙ্কন বলেন, 'আমরা নিজেদের খরচেই পথচারীদের তৃষ্ণা নিবারণ করেছি। নিজেরাই লেবু কেটেছি। এই গরমে শরবত খেয়ে মানুষের স্বস্তি দেখে আত্মতৃপ্তি পেয়েছি যে আমরাও কিছু করেছি। সবাইকে অনুরোধ করবো যার যার জায়গা থেকে যেটুকু সম্ভব এগিয়ে আসতে।'

শরবত খেয়ে রিকশাচালক মাসুদ বলেন, 'শরবত কিনে খেতি ১০ টাকা লাগে। ঠান্ডা পানি কেমনে পাবো আমরা। কষ্ট করি গরম পানি খেয়ে রিকশা চালাই। রাইসাবাজার মোড়ে দাঁড়ায় ছিলাম। একজন বলল ফ্রি শরবত খাওয়াচ্ছে, তাই আসলাম। শরবত খেয়ে এখন জানটা ঠান্ডা হয়েছে। যারা খাওয়াইছে, আল্লাহ তাদের ভালো করুক।’

/এনএআর/
সম্পর্কিত
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা