X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ছাদের পলেস্তরা খসে আহত শিক্ষার্থী, হল সংস্কারের জোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩০ এপ্রিল ২০২৪, ১৯:০৫আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৯:০৫

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের একমাত্র ছাত্রাবাস শহীদ শামসুল আলম হলের ডি ব্লকের একটি রুমে ছাদের পলেস্তরা খসে ফিদবি নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় রুমেই ঘুমাচ্ছিলেন বলে জানান ওই শিক্ষার্থী। তিনি কলেজের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।

আহত শিক্ষার্থী ফিদবি বলেন, হঠাৎ অনুভব করি আমার গায়ে কিছু একটা পড়ছে। বুঝে ওঠার আগেই হুট করে বিকট শব্দে ছাদ থেকে বড় মাপের বেশ কয়েকটি পলেস্তরা খসে পড়ে। আমার টেবিলের ওপর, খাট, শরীর সব জায়গায় পলেস্তারা ভরে গেছে। মাথা ফেটে গেছে। পরে বন্ধুরা আমাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। চিকিৎসা শেষে আবার হলে ফিরেছেন বলে জানান ওই শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী ফিদবি

এই ঘটনার পর হল সংস্কার এবং হলে বৈধ সিট চালুর জোর দাবি জানিয়েছেন কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা। তারা অভিযোগ করে বলেন, এই হলের জীর্ণশীর্ণ অবস্থা। কতজন শিক্ষার্থী এখানে আছে তা জানা নেই কলেজ প্রশাসনের। এই হলের ভবনগুলো প্রায় শুটিং স্পট হিসাবে ভাড়া দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনার বিঘ্ন ঘটে।‌ অভিযোগ রয়েছে হলটিতে প্রতি রাতেই বসে মদ-গাঁজা ও জুয়ার আসর। সূত্রাপুর অঞ্চলে মাদকসেবী ও জুয়াড়িদের মাদক গ্রহণের সবচেয়ে নিরাপদ স্থান হিসাবে পরিচিত এই হল। ফলে এখানে শিক্ষার্থীদের থাকার মতো পরিবেশ নষ্ট হয়েছে অনেক আগেই।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক শিক্ষার্থী জানান, হলটি এখন কলেজের নিয়ন্ত্রণে নেই। মাঝে মধ্যে কলেজ ছাত্রলীগ ও স্থানীয় নেতারা শুটিংয়ের জন্য হলটি ভাড়া দিয়ে থাকে। সাধারণত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রাবাস যেভাবে নিয়ন্ত্রণ বা রক্ষণাবেক্ষণ হওয়ার কথা তা এখানে হয় না। এখানে যে যার ইচ্ছে মতো থাকে, মাদক গ্রহণ করে।

খসে পড়া পলেস্তরা

কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুদেব বলেন, কাগজে কলমে হলটির নিয়ন্ত্রণকারী কলেজ প্রশাসন হলেও এখানে কারা কীভাবে থাকে, কে কী করে কেউই জানে না। এদিকে হলের অবস্থা খুবই শোচনীয়। কোনও সংস্কার নেই, ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। সব রুমের একই অবস্থা। যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কলেজ প্রশাসনকে দ্রুত হল সংস্কার ও হলে বৈধ সিট চালুর দাবি জানিয়েছেন এই শিক্ষার্থী।

ছাত্রাবাসের সার্বিক বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ওখানে কে বা কারা থাকে সেই তালিকা আমাদের কাছে নেই। কলেজ প্রশাসন একাধিকবার ওই হলে বসবাসরত কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সুস্পষ্ট তথ্য চেয়েছে, কিন্তু তারা কেউই তা দেয়নি। এখন ওখানে যদি কেউ কোনও অনাকাঙ্খিত ঘটনার শিকার হয় তাহলে তো এর দায়ভার কলেজ প্রশাসন নেবে না। কারণ ওখানে ওদের থাকার অনুমতি নেই।

হল সংস্কারের বিষয়ে তিনি বলেন, এটি একটি হেরিটেজ। আমরা এর আগে একবার সংস্কারের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন ধরনের জটিলতার কারণে আর সংস্কার কাজ হয়নি।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
পেরুতে বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত
বাড়ছে শিক্ষার্থী ঝরে পড়ার হার, ধরতে হচ্ছে পরিবারের হাল
সর্বশেষ খবর
‘নতুন পথ’ খুঁজছে বিএনপি, শনিবার বিশেষ বৈঠক
‘নতুন পথ’ খুঁজছে বিএনপি, শনিবার বিশেষ বৈঠক
ইসরায়েলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলো না আরব লিগ
ইসরায়েলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলো না আরব লিগ
ভ্রমণ ভিসায় বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে প্রবেশ বন্ধ
ভ্রমণ ভিসায় বেনাপোল দিয়ে ৩ দিন ভারতে প্রবেশ বন্ধ
‘শ্রমিকদের জন্য ডাটাবেজ তৈরির কথা ভাবছে সরকার’
‘শ্রমিকদের জন্য ডাটাবেজ তৈরির কথা ভাবছে সরকার’
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
ব্রিটেনে এক পাউন্ডে ১৫০ টাকা, আবার দরপতন
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য
কাশ্মির সীমান্তের দুই দিকে বিপরীত দুই দৃশ্য