X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘কমিউনিকেশান অ্যাসোসিয়েশানের’ আহ্বায়ক কমিটি গঠন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মে ২০২৪, ১৯:১৯আপডেট : ০৪ মে ২০২৪, ১৯:১৯

দেশের গণযোগাযোগ, সাংবাদিকতা, টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ সংশ্লিষ্ট বিভাগগুলোতে শিক্ষকতা, গবেষণা ও মানসম্মত অ্যাকাডেমিক প্রকাশনা ত্বরান্বিত করতে যাত্রা শুরু করেছে কমিউনিকেশান অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ নামে নতুন এক প্ল্যাটফর্ম। শুক্রবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে আয়োজিত এক সভায় সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ, সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভাগের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। গবেষণা থেকে শুরু করে সার্বিক অ্যাকাডেমিক মান বৃদ্ধিতে উপস্থিত শিক্ষকরা তাদের মতামত তুলে ধরেন। প্রতি বছর এ সংশ্লিষ্ট কনেফারেন্স আয়োজন, অ্যাকাডেমিক মানসম্মত জার্নাল প্রকাশসহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন শিক্ষকরা। বিষয়গুলো পর্যালোচনা করে সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একাজগুলো এগিয়ে নিতে সভায় সংগঠনটির একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

সর্বসম্মতিক্রমে প্ল্যাটফর্মটির প্রথম আহ্বায়ক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সহিদ উল্ল্যাহ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। এ সময় প্ল্যাটফর্মটির কাজ এগিয়ে নিতে আরও বেশ কয়েকটি সাব-কমিটি গঠিত হয়। নতুন এই প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সভায় অধ্যাপক ড. গোলাম রহমান নতুন সংগঠনের সদস্যদের প্রতি নানা ধরনের দিক-নির্দেশনা দেন। এই প্ল্যাটফর্মের সব কাজ স্বচ্ছ ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন করার তাদিগ দেন তিনি। একইসঙ্গে সংগঠনটি আগামীতে দক্ষিণ এশিয়াতে গণযোগাযোগ ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া জানান, এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে মানসম্মত গবেষণা ও অ্যাকাডেমিক কাজগুলোকে এগিয়ে নেওয়ায় তাদের লক্ষ্য।

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের আহ্বান সাঈদ খোকনের
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
আর কে মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন
মেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতামেহেরবানি করে আমাদের মতো থাকতে দিন, ভারতের প্রতি অলি
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
জমি নিয়ে বিরোধে চাচার ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাতিজির
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির