X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
ইউল্যাবে মিট দ্য এডিটর

‘সাংবাদিকতা কঠোর পরিশ্রমের জায়গা’

সাদ্দিফ অভি, ইউল্যাব প্রতিনিধি
১৪ জুলাই ২০১৬, ১৮:৫২আপডেট : ১৪ জুলাই ২০১৬, ২২:৩৯

মিট দ্য এডিটর

 বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট(এম এস জে) এর উদ্যগে অনুষ্ঠিত হল ‘মিট দ্যা এডিটর’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা নিউজ টুয়েন্টি ফোর.কম এর প্রধান সম্পাদক আলমগীর হোসেন। অনুষ্ঠানের শুরুতেই এম এস জে বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ আসিউজ্জামান প্রধান অতিথির সঙ্গে সবার পরিচয় করিয়ে দেন।

এরপর ড. মোবাশ্বের হাসান তার সাথে কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আলমগীর হোসেন বলেন, সাংবাদিকতা কঠোর পরিশ্রমের জায়গা, এখানে যে পরিশ্রম করতে পারবে সেই টিকে থাকতে পারবে। এ প্রসঙ্গে তিনি হলি আর্টিজানের হামলার কথা তুলে ধরেন। সে রাতে কোনও সংবাদকর্মীই বাসায় ঘুমিয়ে কাটাননি। পরপর কয়েকদিন টানা কাজ করেছেন। তিনি নিজেও সারারাত নিউজরুমে ছিলেন বলে জানান।

অনলাইন সাংবাদিকতা প্রসঙ্গে তিনি প্রযুক্তির ব্যবহার নিয়ে কথা বলেন। জানান, টাইপরাইটারের যুগে তিনি টাইপরাইটার সঙ্গে নিয়ে ঘুরতেন। সাম্প্রতিক জরিপগুলোতে তিনি দেখেছেন পাঠক সবচেয়ে বেশি বাংলানিউজ পড়ছেন ফোন থেকে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়াটাও সাংবাদিকতা।

তিনি আরও বলেন, একটি সংবাদমাধ্যমকে এই প্রতিযোগিতার বাজারে স্থান করে নিতে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ কর্মী বাহিনী আর দক্ষতার সঙ্গে সে কর্মীদের পরিচালনা করার বিষয়টিও জরুরি।

সম্প্রতি চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তার এর স্ত্রী মিতু হত্যাকাণ্ড বিষয়ে তার প্রতিষ্ঠানের প্রকাশিত সংবাদ নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা যে সংবাদ পেয়েছিলাম, দ্রুত তাই প্রকাশ করার চেষ্টা করেছিলাম।’

আলমগীর হোসেন বিশ্বের শতাধিক দেশে ঘুরে, বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট কাভার করে, আর বিশ্বের প্রধান প্রধান সংবাদপত্র টেলিভিশন রেডিওর সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তার ভিত্তিতে অর্জিত অভজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

ইউল্যাবে আলমগীর হোসেন

ভবিষ্যতের সংবাদ মাধ্যম কেমন হবে এমন প্রসঙ্গে  তিনি বলেন, একসময় লন্ডন টাইমস, সানডে টাইমস বড় আকারে বের হতো। এখন সেগুলো ট্যাবলয়েড হয়ে এসেছে। একই অবস্থা সানডে টাইমসের। এসবই আরও সহজ করে তোলার জন্যেই অনলাইনে চলে আসছে।

এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্রেকিংয়ের ক্ষেত্রে দ্রুততা এবং নির্ভুল সংবাদ পরিবেশনকেই অধিক গুরুত্ব দেই।  সেসময় তিনি আর্ন্তজাতিক গণমাধ্যমে ব্যবহৃত ‘আশঙ্কা’ শব্দটির ব্যবহার প্রসঙ্গে বলেন। যেকোনও দুর্ঘটনার পরেই এই হতাহতের আশঙ্কা করা হয়। পরে সেটি সত্যি না হলে ব্যাখ্যা দেওয়ার একটি রীতিও চালু হয়েছে সাংবাদিকতায়।  

যেখানে সেখানে গড়ে ওঠা কাট-কপি- পেস্ট ভিত্তিক অনলাইন প্রসঙ্গে তিনি বলেন, এগুলো যদি আমরা না পড়ি তাহলেই সেগুলো ঝরে পড়বে। যেভাবে তৈরি হচ্ছে সেভাবেই হারিয়ে যাবে।

 ইউল্যাবের এক শিক্ষার্থী তাকে প্রশ্ন করেন, একটির পর একটি ইস্যু এসে পুরানো ঘটনাকে ধামাচাপা দিচ্ছে, মিডিয়াও নতুন ইস্যু নিয়ে মেতে উঠছে। গণমাধ্যম কি তাহলে জনসাধারণের ভাবনাকে প্রভাবিত করছে? – এমন প্রশ্নের জবাবে আলমগীর হোসেন বলেন, এজন্য দরকার ফলোআপ সাংবাদিকতা। আজকের ঘটনা আজকেই লিখতে হবে, তবে তিনদিন পর সেটিকে ফলোআপ হিসেবে দিতে হবে যাতে পাঠক ভুলে না যায়।

এম এস জে বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। ড. জুড প্রধান অতিথির হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন । উল্লেখ্য যে ইউল্যাব এর এম এস জে বিভাগ প্রত্যকে সেমিস্টারেই এ অনুষ্ঠান আয়োজন করে থাকে।

/এফএএন/

সম্পর্কিত
ইউল্যাবে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের দৃপ্ত শপথ
ইউল্যাব ফেয়ার প্লে কাপ চ্যাম্পিয়ন ‘ইউল্যাব’
ইউল্যাব ফেয়ার প্লে কাপের ফাইনালে ইউল্যাব ও ড্যাফোডিল
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ