X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গণ বিশ্ববিদ্যালয়ে 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস' পালিত

মেহেদী তারেক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৩

ফার্মাসি দিবস

 

‘ফার্মাসিস্টঃ কেয়ারিং ফর ইউ’ এই স্লোগানকে সামনে রেখে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে পালিত হল 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০১৬'। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই উপলক্ষে রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্ত্তজা আলী, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এরপর ক্যাম্পাসের মিডিয়া চত্বর থেকে র‍্যালি বের হয়ে একাডেমিক ভবন, বকুলতলা, ট্রান্সপোর্ট ইয়ার্ড, প্রশাসনিক ভবন হয়ে একাডেমিক ভবনের পেছন ঘুরে ওয়াই-ফাই জোনে এসে শেষ হয়।

র‍্যালিতে ফার্মেসি বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উল্লেখ্য, সারাবিশ্বে এই দিবসটি পালন করা হলেও বাংলাদেশে কোনও প্রতিষ্ঠানই ২০১৪ সালের আগে এই দিবসটি পালন করেনি। বিশ্বের সাথে তাল মিলিয়ে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ২০১৪ সালে প্রথমবারের মত 'এক্সেস টু ফার্মাসিস্ট ইজ এক্সেস টু হেল্থ' স্লোগান সামনে রেখে ফার্মেসী বিভাগ পালন করেছিল 'বিশ্ব ফার্মাসিস্ট দিবস'।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. গোলাম মোহাম্মদ এ সম্পর্কে বলেন, ফার্মাসিস্টরা দেশের ভবিষাৎ। তবে বর্তমানে ফার্মাসিস্টদের কিছু না-পাওয়া আছে। কিছু দাবি আছে দাবিগুলো পূরণ করা হলে দেশের উন্নয়নে তারা আরও ভূমিকা পালন করতে পারবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের ভালো ফার্মাসিস্ট হবার তাগিদ দেন।

 

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ২৩ তম ব্যাচের শিক্ষার্থী ফারজানা শারমিন সাথী জানান, এটা আমাদের জন্য একটা আনন্দের দিন। এবং এর মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি।   

উল্লেখ্য, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯১২ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়, এই কারণে দিবসটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। ফার্মেসি পেশার কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়