X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শাবির ভর্তি ফরমের মূল্য কমাতে আন্দোলন

জাহিদ হাসান
১৩ অক্টোবর ২০১৬, ১৭:৩১আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৭:৪০

শাবি...

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবরের মধ্যে আবেদন ফরমের মূল্য হ্রাস করে যথাযথ পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। অন্যথায় গণতান্ত্রিকভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ধর্মঘটসহ কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেয়া হয়েছে।

 বুধবার দুপুর ১টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন, ‘ভর্তি ফরমের মূল্যবৃদ্ধি বিরোধী শিক্ষার্থী মঞ্চের সদস্যরা।

এসময় মঞ্চের মুখপাত্র ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক সারোয়ার তুষার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক গিয়াস বাবু, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোহেল মুন্নাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক,  স্বেচ্ছাসেবী,  সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সারোয়ার তুষার বলেন, শাবিতে এবারের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ১০০০-১২০০ টাকা যা গতবারের তুলনায় ভর্তি ফি বৃদ্ধি পেয়েছে ৩৩ শতাংশ। যেখানে গতবছরে ছিল, ৭৫০-৯০০ টাকা এবং ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ছিলো ৩০০-৩৫০ টাকা।

 শুধুমাত্র উচ্চমূল্যের কারণে ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে না দেশের অধিকাংশ নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা,  প্রশাসন সম্ভবত সেটা ভুলে গেছে বলে মন্তব্য করেন মঞ্চের সদস্যরা।

প্রশাসনকে অচিরেই এধরনের অযৌক্তিক সিদ্ধান্ত থেকে সড়ে আসার আহ্বান জানিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের অনুরোধ করে বলেন,  ১৬ অক্টোবর থেকে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হলেও তারা যেন কয়েকটা দিন অপেক্ষা করেন। অন্যথায় মূল্য না কমালে সকল শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।

এদিকে, আগামী ২৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর সকাল ১০টা থেকে  ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা