X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

স্নাতকে আইইউবির নতুন বিষয় গ্লোবাল স্ট্যাডিজ অ্যান্ড গভর্নেন্স

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৬, ১৩:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:৫১

আইইউবির সেমিনার

 

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) স্নাতক পর্যায়ে নতুন বিষয় হিসেবে শুরু করলো গ্লোবাল স্ট্যাডিজ অ্যান্ড গভর্নেন্স। এ কোর্সটি শুরু করা উপলক্ষ্যে বৃহস্পতিবার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ সেমিনার। সেমিনারে মূল বক্তা ছিলেন আইইউবি-র গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স বিভাগের প্রধান অধ্যাপক ইমতিয়াজ এ. হোসেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ। সেমিনারে উচ্চশিক্ষা এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানে আইইউবি-র বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন আইইউবি-র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব রাশেদ চৌধুরী ও উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

সেমিনারে বিশ্লেষণধর্মী উপস্থাপনায় অধ্যাপক ইমতিয়াজ এ. হোসেন পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল স্ট্যাডিজ অ্যান্ড গভর্নেন্স বিষয়ে পড়ালেখা এবং পড়ালেখার পর চাকরির বাজারে এর অপার সম্ভাবনার যোগসূত্র স্থাপন করে ছাত্র-ছাত্রীদের এই বিষয়টি বেছে নিতে আহবান জানান। তিনি আরও বলেন, এই বিষয়ে পড়ালেখা সম্পন্ন করলে শিক্ষার্থীরা সবসময় সময়োপযোগী ও চৌকষ পেশাজীবি হিসেবে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠিত হতে পারবে।

অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ গ্লোবাল স্ট্যাডিজ অ্যান্ড গভর্নেন্স বিষয়ে পড়ালেখার ব্যাপারে শিক্ষার্থীদের উৎসাহী করে তুলতে এই বিষয়ে প্রচারণা চালাতে ও এটিকে সঠিকভাবে বাজারজাত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, একবিংশ শতাব্দীর পেশাজীবিদের জন্য এই বিষয়টিই সবচেয়ে গুরূত্বপূর্ণ হয়ে উঠবে। সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আইইউবি-র বিভিন্ন অনুষদের ডীন, উর্ধ্বতন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক