X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে কৃষিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কামরুল শাকিম
২৩ অক্টোবর ২০১৬, ১৩:৫১আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৪:৪৫

 

 

 

noname

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দিনব্যাপী কৃষিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল।  বৃহস্পতিবার হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। 

সহকারি গ্রন্থাগারিক মুহাম্মদ সেলিম মিয়ার সঞ্চালনায় গ্রন্থাগারিক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- ‘টিল’ এর দক্ষিণ এশিয়া বিষয়ক কো-অর্ডিনেটর ও প্রশিক্ষক ড. চন্দ্রশেখর ভিথাল, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হুমায়ুন কবীর, কৃষিবিভাগের চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান ভূ্ঞাঁ ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, টিল (দ্যা অ্যাশেনশিয়াল ইলেক্ট্রনিক এগ্রিকালচার লাইব্রেরী) হচ্ছে কৃষিবিষয়ক অনলাইন জার্নালের একটি সমৃদ্ধ ভান্ডার। পাবলিক গ্রন্থাগারগুলোতে এ প্রযুক্তি ব্যবহার করে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক ও পাঠকরা সহজেই কৃষিবিষয়ক জ্ঞান অর্জন করতে পারবে। 

উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেন, এখন থেকে আমাদের কেন্দ্রীয় লাইব্রেরীতে ইন্টারনেট ভিত্তিক ‘টিল’ সার্ভারের কাজ শুরু হল। আর এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখানকার শিক্ষার্থীরা সহজেই বিনামূল্যে কৃষিবিষয়ক দেশি-বিদেশি জার্নাল পড়তে পারবে। তিনি আরও বলেন, আমাদের দেশের অর্থনীতি কৃষি নির্ভর। আমি আশা করি, এ প্রশিক্ষণ কর্মসূচি আমাদের কৃষির ডিজিটালাইজেশনেও অগ্রণী ভূমিকা পালন করবে। 

প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ৪০ নোবিপ্রবি শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়। প্রসঙ্গত, ‘টিল’ হচ্ছে যুক্তরাষ্ট্রের ‘বিল এন্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এর অর্থায়নে পরিচালিত একটি প্রযুক্তি যা উন্নয়নশীল দেশসমূহের সরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ব্যবহার হয়ে থাকে।

/এফএএন/ 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ