X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
বাকৃবিতে রেনপার সেমিনারে ড. ফরাসউদ্দিন

‘দারিদ্র্য বিমোচনে অভাবনীয় উন্নতি লাভ করেছে বাংলাদেশ’

মো. আশরাফুল আলম
১৩ নভেম্বর ২০১৬, ১৭:২৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৭:৩২
image

দারিদ্র্য বিমোচনে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুতগতিতে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে। স্বাধীনতার পর থেকে দেশ অর্থনৈতিক ক্ষেত্রেও উন্নতি সাধন করেছে। ১৯৭৩ সালে সাড়ে ৭ কোটি জনসংখ্যার মধ্যে ৬ কোটি লোক দারিদ্র্য সীমার নিচে বাস করত। কিন্তু বর্তমানে প্রায় ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে ৩ কোটি লোক দারিদ্র্য সীমার নীচে বসবাস করছে। এদের মধ্যে প্রায় ৫ কোটি মানুষের বয়স ১৫-৩০ বছরের মধ্যে। দেশের এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করতে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।

বাকৃবিতে রেনপার সেমিনার

আজ ১৩ নভেম্বর ‘দারিদ্র্য বিমোচনে প্রযুক্তির প্রসার: সম্ভাবনা ও ঝুঁকি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দারিদ্র্য বিমোচনের রিজিওনাল নেটওর্য়াক অন প্রোভার্টি ইরাডিকেশনের (রেনপার) ৭ম আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবরের প্রধান পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালেশিয়ার ক্যালেটান ইউনিভার্সিটির ডেপুটি চেয়ারম্যান এবং রেনপারের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড্যাটো ড. ইব্রাহিম বিন চে ওমার। আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সম্পাদক অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির, অধ্যাপক ড. আলমগীর হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশ প্রতিনিধি ড. মাইক রবসন।

বাকৃবিতে রেনপার সেমিনার
মূল প্রবন্ধে মাইক রবসন বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে একটা বিশাল জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এছাড়াও বাংলাদেশের প্রতিবছর প্রায় ৩০ শতাংশ মানুষ শহরমুখী হচ্ছে। ফলে দারিদ্র্য বিমোচন কর্মসূচী শুধু দেশের প্রত্যন্ত অঞ্চলে সীমাবন্ধ রাখলেই হবে না। শহরের বিভিন্ন বস্তি এলাকায়ও প্রসার ঘটাতে হবে। 
এছাড়াও তিন দিনব্যাপী সেমিনারের ৬টি সেশনে দারিদ্র্যতা নিয়ে গবেষণালদ্ধ ১৪১টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। মালেশিয়া, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া ভিয়েতনামের ৩৩জন বিজ্ঞানীসহ প্রায় ২০০ শতাধিক গবেষক উপস্থিত ছিলেন। পাশাপাশি দেশের বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের উদ্বাবিত প্রযুক্তি প্রদর্শনে জন্য কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। এতে দেশের প্রায় ২০টি প্রতিষ্ঠান তাদের কৃষি প্রযুক্তি প্রদর্শন করছে।

/এনএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে