X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র দোকানপাট নির্মাণ

‘কোনও শিক্ষক হয়তো দোকান বসিয়ে থাকতে পারেন’

সোয়াইব রহমান সজীব
১৫ নভেম্বর ২০১৬, ১৮:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৯:২৮
image

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যত্রতত্র গড়ে উঠছে অপরিকল্পিত দোকানপাটসহ অন্যান্য স্থাপনা। সপ্তাহখানেক আগে নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের পাশে নতুন করে আরও দুটি চায়ের দোকান বসানো হয়েছে। এ বিষয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘কোনও শিক্ষক হয়তো দোকান বসিয়ে থাকতে পারেন। আমার অনুমতি নেওয়া হয়নি।' তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী তার পরিচিতজনদের দোকান স্থাপনের ব্যবস্থা করে দিয়েছেন।

এদিকে শিক্ষার্থীদের দাবি; এ ধরনের স্থাপনা নির্মাণে যেমন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে, তেমনি বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশও। অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলগুলোর পাশে ব্যাঙের ছাতার মতো  গজিয়ে ওঠা পরিবেশ বিনষ্টকারী এসব স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দাবির প্রেক্ষিতে গত সোমবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচিও পালন করেছেন তারা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইলেকট্রনিক্স এর দোকান

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গড়ে ওঠা এসব স্থাপনার অধিকাংশই খাবারের দোকান। আগে থেকেই অভিযোগ রয়েছে দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিয়ামানুযায়ী,নির্দিষ্ট পরিমাণ ভাড়ার বিনিময়ে অ্যাকাডেমিক ভবনগুলোর পাশে দোকান বসতে হলে সংশ্লিষ্ট অনুষদের ডিনের অনুমতি নিতে হয়।আবাসিক হলগুলোর পাশে দোকান বসানোর অনুমতি দেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়,বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল ঘেঁষে নিম্নমানের উপকরণ দিয়ে গড়ে উঠেছে ১০-১২টি দোকান। নেই সৌন্দর্যের বালাই। খাবারের দোকান ও স্টেশনারির পাশাপাশি রয়েছে দুটি লাকড়ির দোকান,একটি ব্রয়লারের দোকান, একটি ইলেকট্রনিক্স ও একটি সেলুন। এসব দোকানে বহিরাগত ক্রেতার সংখ্যাই বেশি।

হলের কয়েকজন শিক্ষার্থী জানান,খাবারের দোকান ও স্টেশনারি বাদে বাকিগুলোর প্রয়োজন নেই তাদের।

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক আবু দায়েন বলেন, ‘ইলেকট্রনিক্স, ব্রয়লার ও লাকড়ির দোকান বসানো হয়েছে কিনা আমার জানা নেই। খোঁজ নিতে হবে। যদি কেউ বসিয়ে থাকে তবে ব্যবস্থা নেওয়া হবে।’ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র দোকানপাট নির্মাণ

এদিকে সম্প্রতি শহীদ সালাম-বরকত হলের সামনে দুটি ও নির্মাণাধীন রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে দুটি দোকান বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বটতলায় মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের তত্ত্বাবধানে আরও দুটি দোকানের নির্মাণ কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ঐতিহ্য রয়েছে। যে হারে অপরিকল্পিতভাবে দোকানপাট ও অন্যান্য স্থাপনা গড়ে উঠছে তাতে এই ঐতিহ্য শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিত।’

বিশ্ববিদ্যালয় বর্জ্য ব্যবস্থাপনা প্রোগ্রামের আহ্বায়ক অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা দোকানগুলো বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশনা না মেনে যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলছে। এতে করে প্রাকৃতিক ও শিক্ষা দুই পরিবেশই হুমকির মধ্যে পড়েছে।’

দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ে যে ধরনের পরিবেশ থাকা দরকার তা নেই। বিশ্ববিদ্যালয় তো ব্যবসাকেন্দ্র নয়। এখানকার প্রতিটি ভবনের আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। যত্রতত্র দোকানপাট নির্মাণ করে তা নষ্ট করে ফেলা হচ্ছে।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দ্বীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রাকৃতিক পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে দোকানপাট নির্মান করা উচিত।’  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত্রতত্র দোকানপাট নির্মাণ

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

পরে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী