X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন

নাজমুল হোসাইন
০১ ডিসেম্বর ২০১৬, ১৯:১৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৯:৩০

 

সমাবর্তন

দেশের উন্নয়নের ধারা দ্রুত গতিতে চলছে আর এই মুহূর্তে একটি গোষ্ঠী দেশকে পিছিয়ে নিতে বেশ কিছু সম্ভবনাময় ও মেধাবী তরুণকে বিপদগামী করছে। ওই সব তরুণ আজ দেশ-সমাজ ও পরিবারের কাছে নিন্দিত। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। তিনি আরও বলেন, দক্ষ মানব সমাজ গড়তে বর্তমান সরকার শিক্ষা খাতে আমুল পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের মাধ্যমে দেশ একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে।  

সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, জ্ঞানের বিকাশ ঘটাতে হলে জিজ্ঞাসা জরুরি। শিক্ষা ব্যবস্থায়, সমাজ ধারায় এই জিজ্ঞাসার জায়গা থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ২০১০-সালের আইন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মেনে চলছে। তবে কোন কোন বিশ্ববিদ্যালয় এই আইন পাশ কেটে চলার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। স্বাগত বক্তব্যে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শহীদুল কাদির পাটোয়ারী বলেন জ্ঞানই শক্তিআমরা এই আদর্শকে ধারণ করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে আসছি। স্বাগত বক্তব্যে ইসরাফিল আলম এম.পি বলেন, মধ্যবিত্ত ও নিন্মবিত্তদের জন্য এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তাই এখানে টিউশন ফি তুলনামুলক কম। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মোহসীন বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী মহান আদর্শ নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তার আদর্শকে অনুসরণ করে এই বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়ে আসছে।

সমাবর্তনে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মইনুল ইসলাম, ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, কোয়ালিটি এসুরেন্স এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মীজানুর রহমান প্রমূখ।

সমাবর্তনে ৪জনকে চ্যান্সেলর এওয়ার্ড, ৭জনকে ভাইস চ্যান্সলর এওয়ার্ড ও ৩জনকে ডিন এওয়ার্ড প্রদান করা হয়। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

/এফএএন/   

GKwU †Mvôx †`k‡K wcwQ‡q wb‡Z †ek wKQz m¤¢ebvgq I †gavex ZiæY‡K wec`Mvgx Ki‡Q Ñ wkÿv gš¿x

নাজমুলহোসাইন, ঢাকাইন্টারন্যাশনালইউনিভার্সিটিপ্রতিনিধিমঙ্গলবার, ১১ নভেম্ভর ২০১৬

 

‡`‡ki Dbœq‡bi aviv `ªæZ MwZ‡Z Pj‡Q Avi GB gyû‡Z© GKwU †Mvôx †`k‡K wcwQ‡q wb‡Z †ek wKQz m¤¢ebvgq I †gavex ZiæY‡K wec`Mvgx Ki‡Q| IB me ZiæY AvR †`k-mgvR I cwiev‡ii Kv‡Q wbw›`Z I waK…Z| AvR eyaevi †ejv 11 Uvq AvšÍR©vwZK Kb‡fbkb wmwU emyÜivq (Kzwoj wek¦‡ivW) XvKv B›Uvib¨vkbvj BDwbfvwm©wUi 4_© mgveZ©b Abyôv‡b gnvgvb¨ ivóªcwZ KZ…©K gbbxZ mfvcwZ wn‡m‡e wkÿv gš¿x byiæj Bmjvg bvwn` G K_v e‡jb| wZwb Av‡iv e‡jb, `ÿ gvbe mgvR Mo‡Z eZ©gvb miKvi wkÿv Lv‡Z Avgyj cwieZ©b G‡b‡Q| GB cwieZ©‡bi gva¨‡g †`k GKwesk kZvwãi P¨v‡jÄ †gvKvwejv Ki‡Z mÿg n‡e|  

mgveZ©b e³v wn‡m‡e Dcw¯’Z wQ‡jb XvKv wek¦we`¨vj‡qi A¨vwgiUvm Aa¨vcK W. Avwbmy¾vgvb| wZwb e‡jb, Áv‡bi weKvk NUv‡Z n‡j wRÁvmv Riæwi| wkÿv e¨e¯’vq, mgvR avivq GB wRÁvmvi RvqMv _vK‡Z n‡e| bv n‡j AagY© n‡qB _vK‡ev, DËgY© n‡Z cvi‡ev bv| RM‡Zi Áv‡bi fvÛvi †_‡K Avgiv †KejB †be †mLv‡b Avgv‡`i †`Iqvi wKQz _vK‡e bv? AvR hviv wek¦we`¨vjq †_‡K †ei n‡”Q Zv‡`i GB cÖ‡kœi DËi w`‡Z n‡e| †`L‡Z n‡e Avgv‡`i wek¦we`¨vjq †hb bZzb Ávb m„wó‡Z mdj nq|

we‡kl AwZw_i e³‡e¨ evsjv‡`k wek¦we`¨vjq gÄyix Kwgk‡bi †Pqvig¨vb Aa¨vcK W. Avãyj gvbœvb e‡jb, ‡emiKvix wek¦we`¨vjq¸‡jv 2010-mv‡ji AvBb XvKv B›Uvib¨vkbvj BDwbfvwm©wU †g‡b Pj‡Q| Z‡e †Kvb †Kvb wek¦we`¨vjq GB AvBb cvk †K‡U Pjvi †Póv Ki‡Q Zv‡`i weiæ‡× Avgiv K‡Vvi e¨e¯’v †be| ¯^vMZ e³‡e¨ †evW© Ae Uªvw÷‡Ri †Pqvig¨vb Wv. knx`yj Kvw`i cv‡Uvqvix e‡jb ÔÁvbB kw³Õ Avgiv GB Av`k©‡K avib K‡i wek¦we`¨vjq cwiPvjbv K‡i AvmwQ| ¯^vMZ e³‡e¨ Bmivwdj Avjg Gg.wc e‡jb, ga¨weË I wbb¥weˇ`i Rb¨ GB wek¦we`¨vjq cÖwZwôZ n‡q‡Q ZvB GLv‡b wUDkb wd ZzjbvgyjK Kg| fvBm P¨v‡Ýji Aa¨vcK W. †K Gg †gvnmxb e‡jb, GB wek¦we`¨vj‡qi cÖwZôvZv Aa¨vcK W. GweGg gwdRyj Bmjvg cv‡Uvqvix gnvb Av`k© wb‡q GB wek¦we`¨vjq cÖwZôv K‡i‡Qb, Zvi Av`k©‡K Abymib K‡i GB wek¦we`¨vjq cwiPvwjZ n‡q Avm‡Q| †evW© Ae Uªvw÷‡Ri fvBm †Pqvig¨vb e¨vwi÷vi kvgxg nvq`vi cv‡Uvqvix e‡jb, D”P wkÿv `v‡bi †ÿ‡Î †h cÖwZkÖæwZ _v‡K Zv Avgiv cvjb K‡i AvmwQ| mgveZ©‡b Dcw¯’Z wQ‡jb ‡Kvlva¨ÿ Aa¨vcK W. gBbyj Bmjvg, BwZnvmwe` Aa¨vcK W. ‰mq` Av‡bvqvi †nv‡mb, †KvqvwjwU Gmy‡iÝ Gi †Pqvig¨vb Aa¨vcK W. †gmevn DwÏb Avn‡g`, RMbœv_ wek¦we`¨vj‡qi fvBm †Pqvig¨vb Aa¨vcK W. gxRvbyi ingvb cÖg~L|

 

mgveZ©‡b 4Rb‡K P¨v‡Ýji GIqvW©, 7Rb‡K fvBm P¨vÝji GIqvW© I 3Rb‡K Wxb GIqvW© cÖ`vb Kiv nq| cwi‡k‡l GKwU g‡bvÁ mvs¯‹…wZK Abyôvb AbywôZ nq|  

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা