X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাবিতে রোকেয়া স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

রাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৬, ১৭:২৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১৭:৩১
image

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া স্মৃতিস্বম্ভ নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

‘অতএব জাগো,জাগো গো ভগিনী জাগো’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার রাবি ড্রামা অ্যাসোসিয়েশন (রুডা) ও ‘তীর্থক নাটক’ যৌথভাবে দিবসটি পালন করে।

বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়

এ উপলক্ষে শুক্রবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেগম রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় হল গেটে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, একসময় পুরুষশাসিত সমাজে নারীরা চার দেয়ালের মাঝে বন্দী ছিল। শিক্ষা-দীক্ষায় নারীদের কোনও অংশগ্রহণ ছিল না। বেগম রোকেয়া সেখান থেকে বাংলার মুসলিম নারীদের সম-অধিকার প্রতিষ্ঠা ও নারী-মুক্তির আন্দোলনের সূচনা করেন।
বক্তারা বলেন,আজ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে নারী নেতৃত্ব এসেছে ঠিকই,কিন্তু নারীরা পুরোপুরি মুক্ত হতে পারেনি। আজও তারা নানাভাবে শোষনের শিকার। নারীদের বেগম রোকেয়ার চেতনা ধারণ করে তাদের অধিকার আদায়ে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তারা।

সমাবেশ থেকে বক্তারা বেগম রোকেয়া হলের সামনে তার একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। সেই সাথে প্রতি বছর প্রশাসনিকভাবে রোকেয়া দিবসটি পালনেরও আহ্বান জানানো হয়।
রুডার সভাপতি সুব্রত কুমারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন,রাবি শাখা উদীচীর সভাপতি অধ্যাপক গোলাম সারওয়ার,রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর,তীর্থক নাটকের সদস্য শরীফ মোস্তফা হীরা। সঞ্চালনা করেন রুডার সাধারণ সম্পাদক আকাশ কুমার।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান