X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জাবির দুই বিভাগে ফল প্রকাশে বিলম্ব

সোয়াইব রহমান সজীব
২৮ ডিসেম্বর ২০১৬, ২০:১৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ২০:১৯

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন ও প্রত্নতত্ত্ব বিভাগের মোট তিনটি আবর্তনের বিভিন্ন পর্ব পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও দ্বিগুণেরও বেশি সময় পরেও ওই তিনটি আবর্তনের ফল প্রকাশ হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এর মধ্যে দর্শন ও প্রত্নতত্ত্ব বিভাগের ৪১ তম আবর্তনের চতুর্থ পর্ব পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হওয়ায় স্নাতকের (সম্মান) চূড়ান্ত ফল আটকে আছে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদনের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদেরকে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪১ তম আবর্তনের চতুর্থ পর্ব স্নাতক (সম্মান) পরীক্ষা মে’র গোড়ার দিকে শুরু হয়ে গত ২০ জুন শেষ হয়। ইতোমধ্যে ওই আবর্তনের শিক্ষার্থীদের স্নাতকোত্তরের ক্লাস শুরু হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও স্নাতক (সম্মান) শেষ বর্ষের ফল না পাওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. ফাহমিনা আহমেদকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। পরে কমিটির সদস্য সহযোগী অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘ডিসেম্বরের প্রথম দিকে ফল সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জমা দেওয়া হয়েছে। শীঘ্রই হয়তো ফল প্রকাশ হয়ে যাবে।’

একই বিভাগের ৪৩ তম আবর্তনের দ্বিতীয় পর্ব স্নাতক (সম্মান) পরীক্ষা তিন এপ্রিল শুরু হয়ে ১৯ মে শেষ হয়। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাত মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশে ব্যর্থ হয়েছেন ওই বিভাগের শিক্ষকরা। কিন্তু এরই মধ্যে আগামী মার্চে ওই আবতর্নের তৃতীয় পর্ব পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ওই আবর্তনের প্রায় ৯০ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ফল নিয়ে শঙ্কা থাকায় অনেকে নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় পর্ব চূড়ান্ত পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারেননি।       

এ বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক মো. মন্জুর ইলাহী বলেন, ‘একটি কোর্সের খাতা মূল্যায়নে একটু সময় লেগেছে।  মঙ্গলবার ফল প্রকাশ হবে।’

একই অবস্থা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের। বিভাগটির ৪১ তম আবর্তনের চতুর্থ পর্ব স্নাতক (সম্মান) পরীক্ষা ২৪ মার্চ শুরু হয়ে শেষ হয় পাঁচ মে। পরীক্ষা শেষ হওয়ার সাত মাস পার হলেও তাদের ফল প্রকাশ হয়নি।

বিভাগসূত্রে জানা যায়, একজন কোর্স শিক্ষক খাতা মূল্যায়নে চার মাস সময় নিয়েছেন। এছাড়া ফল সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে পাঠানো হলেও সেখানকার কাজের তেমন অগ্রগতি হয়নি।  

জানতে চাইলে পরীক্ষা কমিটির সভাপতি মালিহা নার্গিস আহমেদ বলেন, ‘ফল সংক্রান্ত বিভাগের সব কাজ শেষ হয়েছে। কিজন্য ফল প্রকাশে দেরি হচ্ছে তা পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ভালো বলতে পারবে।’

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান বলেন, ‘তৃতীয় পরীক্ষকের কাছ থেকে একটি কোর্সের নম্বর আসতে দেরি হওয়ায় প্রত্নতত্ত্ব বিভাগের ফল প্রকাশে দেরি হচ্ছে। এছাড়া অফিসার সমিতির নির্বাচন থাকায় বাকি পরীক্ষাগুলোর ফল প্রকাশে একটু পিছিয়ে গেছি আমরা। তবে দ্রুতই ফল প্রকাশিত হবে।’

/এফএএন/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়