X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি

কুবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১৮:৩৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৮:৪৪

দুলাল নন্দী ও কাজী কামাল উদ্দিন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দীকে সভাপতি ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞতির মাধ্যমে বিষয়টি জানায় নতুন কমিটির সভাপতি।

এ কমিটির অন্যরা হলেন সহসভাপতি-১  ড. মো. আব্দুল মালেক, সহসভাপতি-২ জাহিদুল আলম, সহসভাপতি-৩ শুভব্রত সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-২ প্রদীপ দেবনাথ, কোষাধ্যক্ষ হাসান হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সুমাইয়া আফরীন সানি ক্রীড়া সম্পাদক মো. বেলাল হুসাইন, শিক্ষা ও গবেষণা সম্পাদক কাউছার আহমেদ পাটওয়ারী। এ ছাড়া কমিটিতে ১০ জন কার্যকরি সদস্য রয়েছে।

তবে যে কমিটি ঘোষণা করা হয়েছে- তা অবৈধ বলে দাবি করেছেন বঙ্গবন্ধু পরিষদ ২০১৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি এন. এম রবিউল আউয়াল চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী। তারা বলেন, বঙ্গবন্ধু পরিষদের নাম দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে তা গায়ের জোরেই দিয়েছে। সংগঠনের সংবিধান অনুযায়ী এ কমিটি অবৈধ। সংবিধানেও এ বিষয়ে স্পষ্টভাবে বলা আছে। চলমান কমিটিই পরবর্তী কমিটি ঘোষণার এখতিয়ার রাখে। আগামী বুধবার সংবিধান অনুযায়ী নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানান কাজী ওমর সিদ্দিকী।

কমিটি ঘোষণার ব্যাপারে ঘোষিত কমিটির সভাপতি দুলাল চন্দ্র নন্দী বলেন, "যে আদর্শ সামনে রেখে বঙ্গবন্ধু পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের মনে হয়েছে পরিষদ এখন আর সেখানে নেই। তাই আমরা বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি।"

 বঙ্গবন্ধু পরিষদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১'র খ অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী কমিটি নতুন কমিটি গঠন করবে উল্লেখ করে দুলাল চন্দ্র নন্দীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "পরিষদের এক তৃতীয়াংশ সদস্য প্রয়োজন মনে করলে নতুন কমিটি গঠন করতে পারে।"

বঙ্গবন্ধু পরিষদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১'র খ তে কার্যকরী পরিষদ গঠন নিয়ে বলা হয়েছে, কার্যনির্বাহী পরিষদের সব সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিতে পরবর্তী কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে। ওই পর্ষদ ঐক্যমতে পৌঁছাতে না পারলে কার্যকরি পরিষদের সদ্যদের গোপন ভোটের মাধ্যমে পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন হবে। কার্যনির্বাহী কমিটি যদি পরিষদ গঠনে কোনও সিদ্ধান্ত না নিতে পারে, তবে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে সেই সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা