X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৭০০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৭, ১৮:০৭আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৮:১৯

বৃত্তি প্রদান অনুষ্ঠান

 

ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘শিক্ষা ও সামাজিক উদ্যোগের জন্য বৃত্তি’ শীর্ষক একটি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭০০ মেধাবী, অস্বচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।  অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিশেষ অতিথি হিসেবে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং অতিথি বক্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী উপস্থিত ছিলেন।  অ্যাসোসিয়েশন মহাসচিব রঞ্জন কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বৃত্তি প্রদানকারী বিশিষ্ট ব্যাবসায়ী এবং ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে এ কে আজাদ বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও যাতে ঝরে না পরে সেই দায়িত্ব ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়েছে’।

প্রতিমাসে ২৫০০ টাকা করে ৭০০ শিক্ষার্থীকে তাদের অনার্স পর্যন্ত এ টাকা দেওয়া হবে এবং আগামী বছর গুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে বলেও জানান এ কে আজাদ।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য স্থান ও আবাসন সংকটকে বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘ ৬৪০ একর জায়গা নিয়ে ১৯২১ সালে বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও এখন আমাদের এখতিয়ারে আছে ২০৭ একর জমি।  আমরা জমি বাড়াতে পারব না তবে বহুতল ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের জন্য আমি অ্যালামনাই এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি’।

এছাড়া ক্লাসরুম সংকটকেও ঢাবির আরেকটি গুরুতর সমস্যা বলে জানান উপাচার্য।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার বিশ্ববিদ্যালয় উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা নিরসনে সরকার কি ভূমিকা রাখতে পারে তা আমি ভেবে দেখব।’  

তিনি আরও বলেন, ‘দাতা সংস্থাগুলোর জন্য একটি বড় সুযোগ হল বিশ্ববিদ্যালয়ের স্থাপনাগুলোকে বহুতল করে আবাসন সমস্যা নিরসন করা।’

শিক্ষার্থীদের উদ্যেশ্যে মন্ত্রী বলেন, ‘যে সাহায্য তোমরা পেলে, তার সঠিক ব্যাবহার করে তোমাদের সফল মানুষ হতে হবে।  দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তোমাদের তৈরি হতে হবে।

এছাড়াও মনোবিজ্ঞান বিভাগের ক্লাস রুমের সংকট দূর করার জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ তার প্রতিষ্ঠান হামিম গ্রুপের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা প্রদান করেন।  মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান তার হাত থেকে এই টাকা গ্রহণ করেন।

এবছর ২৬২ জন ছাত্রী ও ৪৩৮ জন ছাত্রকে বৃত্তি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা