X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শাবিতে ওরিয়েন্টেশন আয়োজনে জায়গা সংকট!

শাবি প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ১৬:৪৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:৩৪

শাবি ওরিয়েন্টেশন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ২৬তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ায়ে অল্প জায়গার মধ্যে অধিক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন দেওয়া হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন শুরু হয়। পরে এ আয়োজনে ১৪০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে ২ হাজার অধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। সে সময় নবীন শিক্ষার্থীরা বসার জায়গা না পেয়ে অনেকেই দাঁড়িয়ে থাকেন। এ ঘটনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এমনকি অন্যান্যবার ওরিয়েন্টেশনের দিনে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ডায়েরি দেওয়া হলেও এবার তা দেওয়া হয়নি।

অনুষ্ঠানে শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে এমএ মান্নান নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি, উদারতা ও অসাম্পাদিয়কতার মনোভাবকে ধারণ ও লালন করতে হবে এবং বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলায় পরিণত করতে হবে।

জায়গা সংকটের ব্যাপারে জানতে চাইলে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক বেলায়েত হোসেন বলেন, প্রতিবছর এভাবেই ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়। অডিটোরিয়ামের বাইরে আলাদা কোনও বসার ব্যবস্থা থাকে না। আসলে মূল কমিটিতে আমি ছিলাম না। ভর্তি চলমান সময়ে আমরা পর্যাপ্ত বসার ব্যবস্থা করেছিলাম বলে জানান তিনি। তবে এবার শাবিতে নতুন দুটি বিভাগ ও কোটায় অধিক পরিমাণ শিক্ষার্থী ভর্তি করানো হয়।

ডায়েরির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, টেন্ডার সামিট করে, টেকনিক্যাল কমিটির মিটিং হয়ে কাজের জন্য সময় নির্ধারণ করা হয়। তবে এ সময়ের ভিতর ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়েছে। সে কারণেই ডায়েরি দেওয়া সম্ভব হয়নি। আর তাড়াহুড়া করে দিলেও সেটার মান ভালো হতো না, সে কারণেই দেরি করা হচ্ছে বলে জানান তিনি। তবে শাবির ভর্তি পরীক্ষা গত বছরের ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, অধ্যাপক ড. মো. কবির হোসেন এবং অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
আইসিটি খাতে নারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য: শিক্ষা প্রতিমন্ত্রী
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়