X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কুবি’র আন্দোলনে এবার ছাত্রলীগের আলটিমেটাম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৯

কুমিল্লা-বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ক্লাস-পরীক্ষা বর্জনের দশম কার্যদিবসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে এবার ক্লাস পরীক্ষা চালুর দাবিতে আন্দোলনে নেমেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার ক্যাম্পাসের কাঁঠালতলায় এক সমাবেশে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে শিক্ষক সমিতিকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয় আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী পরিষদ ও শাখা ছাত্রলীগ। পরে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও বঙ্গবন্ধু পরিষদকে অনুলিপি দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে একটি স্মারকলিপি প্রদান করে। তবে শিক্ষক সমিতি শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে।

এদিকে বঙ্গবন্ধু পরিষদের একাংশের ৬১ জন শিক্ষক নিজেদের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে সদর দক্ষিণ থানায় জিডি করেন।

স্মারকলিপিতে তারা শিক্ষকের বাসায় যে হামলা এবং ডাকাতির ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা ও বিচারের দাবী জানান এবং এই ঘটনার জন্য যে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে আছে তা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেন। এছাড়াও  শিক্ষক সমিতিকে  আগামী রবিবারের মধ্যে ক্লাস-পরীক্ষা শুরুর আহবান জানানো হয়, অন্যথায় আগামী রোববার থেকে সাধারণ শিক্ষার্থী পরিষদ এবং শাখা ছাত্রলীগ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলে হুশিয়ারি উচ্চারণ করা হয় স্মারকলিপিতে।

শিক্ষকের বাসায় হামলার ঘটনার রহস্য উদঘাটন ও বিচারের দাবি, শিক্ষক লাঞ্চনাকারী ডিন ও বিভাগীয় প্রধান এম এম শরীফুল করীমকে তদন্ত চলাকালীন সময়ে দায়িত্ব থেকে অব্যাহতিসহ ৬ দফা দাবিতে ১৯ জানুয়ারি থেকে ক্লাস ও ২২ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অপরদিকে ২২ জানুয়ারি রবিবার থেকে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা বর্জনে বাড়ছে সেশন জট। শিক্ষকদের টানা দশ কার্যদিবসের ক্লাস-পরীক্ষা বর্জনে বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর ৩২টি চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে বলে জানান উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নূরুল করিম চৌধুরী। বঙ্গবন্ধু পরিষদের অপরাংশের সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক সমিতিকে ৪ ফেব্রুয়ারির মধ্যে কর্মসূচি প্রত্যাহার করে ৫ ফেব্রুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা চালুর আহ্বান জানায়।

জানতে চাওয়া হলে শিক্ষক সমিতির সভাপতি ড. মো: আবু তাহের বলেন, ‘সাধারণ শিক্ষার্থী বা ছাত্রলীগ কোনও স্মারকলিপি দিলে সেটা উপাচার্য বরাবর দিবে। আমাদেরকে শুধু তার অনুলিপি দিতে পারে, সেজন্য আমরা তাদের লিখিতটি গ্রহণ করিনি। শিক্ষকদের নিরাপত্তার কথা চিন্তা করে বঙ্গবন্ধু পরিষদের আহ্বানে আমরা ৬১ জন শিক্ষক কুমিল্লা সদর দক্ষিণ থানায় জিডি করেছি। আমাদের চলমান দাবির বিষয়ে যেহেতু এখনও কোন সমাধান হয়নি তাই আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

জিডির বিষয়ে জানতে কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসির মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আলী আশরাফ বলেন, ‘শিক্ষকদের দাবির অধিকাংশই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে এবং সেই হিসেবে কাজও হচ্ছে। কিন্তু তারা একটি বিষয় সমাধানের দ্বারপ্রান্তে চলে আসতেই নতুন আরেকটি দাবী উত্থাপন করেন। যার ফলে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। আমি আবারও চলমান আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরে যেতে আমি শিক্ষক সমিতিকে অনুরোধ করছি।’

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা