X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবিতে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৭

সাংবাদিক হত্যার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন ‘বলা হয়, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সমাজের দর্পণ-বিবেক, গণতন্ত্রের প্রহরী। কিন্তু কার্যত দেখা যায়, উপর্যুপুরি তাদের ওপর নির্যাতন-হামলা। তাদেরকে মারার জন্য শক্তি দরকার হয় না। কারণ, সাংবাদিকরা নিরীহ, নীরস্ত্র মানুষ, এদেরকে খুব সহজেই মারা যায়। সাংবাদিক হত্যা-হামলা-নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আব্দুল্লাহীল বাকী এসব কথা বলেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় লিপু চত্বরে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ মানববন্ধনের আয়োজন করে।

আব্দুল্লাহীল বাকী বলেন, শাহবাগে আমরা দেখেছি, কীভাবে পুলিশের বুটের নিচে সাংবাদিক নির্যাতিত হয়েছে। আমরা জানি, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বুট সরবরাহ, ঝুঁকি ভাতা দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, পুলিশের বুটের কাছেই আমাদের জীবন ঝুঁকিপূর্ণ। সাংবাদিক শিমুলসহ সকল হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির দাবি করেন তিনি।

এসময় সাংবাদিকদের মধ্যে পক্ষ-বিপক্ষ, ভেদ-বিভেদ ভুলে গিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় নামতে আহ্বান জানান বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান।

সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আলী হুসাইন মিঠুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিভাগের সহযোগী অধ্যাপক মুসতাক আহমেদ, প্রভাষক মামুন আ. কাইয়ুম, রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি কায়কোবাদ খান ও রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজ রনি।

বক্তারা বলেন, এক জন সাংবাদিক যখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হন, তখন পেশাগত নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা ক্ষুন্ন হয়। আজ আমাদের কলম নিয়ে লিখার কথা, কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ, আমাদের মধ্যে শঙ্কা কাজ করছে, বিচারহীনতা। এছাড়া বিগত এক দশকে যেসব সাংবাদিক খুন হয়েছেন, তাদের কারোরই বিচার হয়নি। দ্রুত জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাবি রিপোর্টার্স ইউনিটি ও সমকাল সুহৃদ সমাবেশ একাত্মতা প্রকাশ করে। এসসময় দেশের সকল সাংবাদিক হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূক শাস্তি দাবি করা হয়।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা