X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা

মোঃ ওয়াহিদুল ইসলাম
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৮

প্রতিমা ভাংচুরের ঘটনায় বিক্ষোভ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী মণ্ডপে প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সহকারী প্রক্টর নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে সহকারী প্রক্টর নজরুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নাম্বার-৪। 

মামলায় অজ্ঞাত পরিচয় আসামিদের দ্রুত তদন্ত সাপেক্ষে খুঁজে বের করা হবে বলে জানান তিনি। তিনি আরও বলেন, দ্রুত তদন্তের স্বার্থে সবার সহযোগিতা পেলে খুব তাড়াতাড়ি আমরা একটি ব্যবস্থা নিতে পারব।

এজাহারে বলা হয়, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সর্বজনীন সরস্বতী পূজার মণ্ডপে সরস্বতী প্রতিমার কাপড় ও অলংকারাদি খুলে নেয় দুর্বৃত্তরা এছাড়া প্রতিমার হাত, পা ভেঙ্গে ফেলা হয়।

এদিকে প্রতিমা ভাংচুরের ঘটনায় আজ মুখে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এরপর আলাদাভাবে ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। দলমত নির্বিশেষে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া অপরাধীদের দ্রুত বিচার দাবি করে তারা। পরে প্রতিমা বিসর্জনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এব্যাপারে কেন্দ্রীয় পূজা আয়োজন কমিটির সদস্য সচিব তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে জানান, বিশ্ববিদ্যালয়ের এই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে ত্রিশাল থানায় একটি মামলা করা হয়েছে। তাই আমাদের সবার দাবি অতি দ্রুত যেন প্রকৃত আসামীদের খোঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হয়।

পরে সহকারী প্রক্টর নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে মামলা করেছি এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে মণ্ডপ এলাকাগুলোতে এবং ক্যাম্পাসের ভেতর বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান, বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া