X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

কুবি’তে মনোগ্রাম বিভ্রান্তি !

কুবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৬

হরেক রকম মনোগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজ, সাইনবোর্ড, ব্যানার ও ওয়েবসাইটসহ বিভিন্ন কাজে প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে যে মনোগ্রামটিকে সেটিকে বিকৃত বলে দাবি করা হচ্ছে।

অভিযোগে বলা হচ্ছে, যে যার মতো রং পরিবর্তন করে ব্যবহার করছে মনোগ্রাম। খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বিভিন্ন ক্ষেত্রে বিকৃত রঙের মনোগ্রাম ব্যবহার করতে দেখা গেছে।

যেটি বিশ্ববিদ্যালয়ের আসল মনোগ্রাম সেটি গোলাকার।  তার ভেতর ছয়টি প্রতীক উল্লেখ আছে । প্রথম  স্তরে আছে শাপলা ফুলের ছবি, যা দিয়ে জাতীয় ফুলের প্রতীক বুঝানো হয়েছে, তার পাশে মোমবাতি, কলম এবং মনোগ্রামের মাঝখানে উল্লেখ আছে বইয়ের ছবি যা দ্বারা জ্ঞানের আলো ও শিক্ষাব্যবস্থাকে প্রতীকী অর্থে বোঝানো হয়েছে। পঞ্চম স্তরে গাছ-পালা ও ৬ষ্ঠ স্তরে লালমাই পাহাড় প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে।

কিন্তু বর্তমানে নানা রঙের মনোগ্রাম ব্যবহৃত হচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে যে মনোগ্রামটি ব্যবহার করা হয়েছে তা সোনালি রংয়ের হলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বার্ষিক ক্যালেন্ডারে থাকা মনোগ্রামটির রং সাদা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন নীল বাস গুলোতে সাদা রংয়ের মনোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহনকারী এসি বাসে ব্যবহার করা হয়েছে অর্ধেক হলুদ অর্ধেক হালকা সাদা রংয়ের মনোগ্রাম।

শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও ফটোস্ট্যাটের দোকানগুলোতে বিভিন্ন রঙের মনোগ্রাম ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা তাদের একাডেমিক কাজ যেমন ইন্টার্নশিপ রিপোর্ট, অ্যাসাইনমেন্টে পছন্দমতো রংয়ের মনোগ্রাম ব্যবহার করে থাকেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বাংলা ট্রিবিউন কে বলেন, ‘বিষয়টি আমাদের চোখে পড়েছে । মনোগ্রামের মূল রূপটি অক্ষুণ্ণ রাখতে এটি ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে ।’

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট