X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে নোয়াখালি অফিসার্স কমিউনিটির বৃত্তি প্রদান

ঢাবি প্রতিনিধি
২২ মার্চ ২০১৭, ১৯:২১আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৯:৫৬

ঢাবিতে নোয়াখালি অফিসার্স কমিউনিটির বৃত্তি প্রদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলা অফিসার্স কমিউনিটির উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০১৬ এর আয়োজন করা হয়।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলা অফিসার্স কমিউনিটির সভাপতি জনাব কবির আহম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে অনুষদের ডিন অধ্যাপক ডঃ এ এস এম মাকসুদ কামাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নুভিস্তা ফার্মা লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব আকতার মতিন চৌধুরী (এফসিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ ডঃ মোঃ নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ডঃ মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ডঃ মোহাম্মদ মিজানুর রহমান এবং ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য মোসাম্মৎ নিলীমা আকতার উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলা অফিসার্স কমিউনিটির সাধারণ সম্পাদক  মোঃ খোরশেদ আলম ভুঁইয়া।

সভাপতির বক্তব্যে জনাব কবির আহমদ চৌধুরী অনুষ্ঠানে আগত সকল অতিথিদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের যেসকল অতিথি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য আর্থিক অনুদান দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।  আমরা আশা করব পরবর্তীকালে একটি ট্রাস্ট ফান্ড গঠনে এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে আপনারা অনেকেই এগিয়ে আসবেন”।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডঃ এ এস এম মাকসুদ কামাল এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলা অফিসার্স কমিউনিটিকে ধন্যবাদ জানান।  তিনি বলেন, “এ ধরনের অনুষ্ঠান এটি প্রথম এবং এটি যেন শেষ না হয়।  আমদের সবাইকে এ ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে হবে এবং এগিয়ে আসতে হবে”।

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে নিজেদের সফল মানুষ হিসেবে গড়ে উঠার আহবান জানান।

পরে নুভিস্তা ফার্মা লিমিটেড এর চেয়ারম্যান জনাব আকতার মতিন চৌধুরী, অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, অধ্যাপক ডঃ মোঃ নিজামুল হক ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত বৃহত্তর নোয়াখালী জেলা অফিসার্স কমিউনিটি ট্রাস্ট ফান্ড গঠনে এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য প্রত্যেকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকার চেক প্রদান করেন।

অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ে ভাল ফলাফলের জন্য মোট ১২ জন শিক্ষার্থীকে বৃত্তি, সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

/এফএএন/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা