X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নর্থ সাউথে শুরু হলো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার কেন্দ্রিক প্রতিযোগিতা ‘এক্সেলসিয়র’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ১৮:০৯আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৩:১২

নর্থ সাউথে শুরু হলো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার কেন্দ্রিক প্রতিযোগিতা ‘এক্সেলসিয়র’ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার কেন্দ্রিক প্রতিযোগিতা ‘এক্সেলসিয়র’। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরো আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।

মূলত প্রথাগত বিভিন্ন প্রতিযোগিতা থেকে সরে এসে শেখার মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষার্থীরা যাতে সৃজনশীল পদ্ধতিতে প্রয়োগ করতে পারে এবং মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারে এ লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘লার্ন, ইমপ্লিমেন্ট, এক্সেল’।

প্রতিযোগিতার প্রথমদিনের প্রথম রাউন্ডে ছিলো কর্মশালা। প্রথম রাউন্ডে উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশ নিবে ৩১ মার্চের দ্বিতীয় রাউন্ডের আরেকটি কর্মশালায়।

প্রথমদিনের কর্মশালায় পরিচালিত হয়েছে ‘স্কিল হাট বাংলাদেশের’ চারজন প্রশিক্ষক দ্বারা। এতে ৪ সেশনে অংশ নিয়েছে ২০০ জন শিক্ষার্থী। এতে মূলত এক্সেলের প্রথমদিককার কিছু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যার ওপর ভিত্তি করে অনলাইনে আগামী ২৭ মার্চ প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে।

প্রথম রাউন্ডের বাধা অতিক্রমকারীরাই দ্বিতীয় কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে। দ্বিতীয় কর্মশালা সাজানো হয়েছে মাইক্রোসফট এক্সেল এর বিভিন্ন জটিল এবং উন্নত কার্যকারিতা নিয়ে। এরপর আগামী ৭ই এপ্রিল বিশ্ববিদ্যালয়ে বসবে দ্বিতীয় রাউন্ড। এ রাউন্ডের পর নির্ধারিত হবে এবারের আসরের বিজয়ী।

এবারের আসরের বিজয়ী পেতে যাচ্ছে ২০ হাজার টাকা মূল্যের প্রাইজমানি। প্রথম রানার্সআপ দশ হাজার টাকা মূল্যের প্রাইজমানি। দ্বিতীয় রানার্স আপের জন্য নির্ধারিত হয়েছে পাঁচ হাজার টাকা মূল্যের প্রাইজমানি। এছাড়াও প্রতিযোগিতার প্রথম ১০ জন বিজয়ী পেতে যাচ্ছে সার্টিফিকেট।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়