X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবিতে তিন দিনের চিত্র প্রদর্শনী

রাবি প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ১৬:০৪আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৭:০৮

রাবিতে তিন দিনের চিত্র প্রদর্শনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী শিল্পকলা প্রদর্শনী।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে বরেন্দ্র আর্ট সোসাইটি এই প্রদর্শনীর আয়োজন করে।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক জুলফিকার মতিন।

উদ্বোধনী আয়োজনে জুলফিকার মতিন বলেন,  চিত্রশিল্প এমন একটা জিনিস, যার ভেতর দিয়ে মানুষ প্রথম মনের ভাব প্রকাশ করতে শিখেছে। ভাষা শেখারও আগে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য ছবি আঁকতে শিখেছে। তখনকার ছবি হয়তো এরকম ছিল না, কিন্তু একটা প্রতিকৃতি একে তার আকাঙ্খার কথা, মনোবাসনার কথা, ইচ্ছার কথা প্রকাশ করেছে। সেই থেকেই আসলে মানুষের সমাজে নান্দকিতার শুরু।

তিনি আরও বলেন, আসলে এই নান্দনিকতা যখন আমরা এগিয়ে নিতে পারবো, এটার অনুশীলন আমাদের জীবনে যত বেশি হবে, ততই আমরা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। আমাদের জীবনে সমাজে যে প্রতিকূলতা রয়েছে, মানবতাবিরোধী যে শক্তি রয়েছে, সেগুলোকে দূর করার জন্য আজকাল আমরা আহরহ স্লোগান দিয়ে যাচ্ছি। কিন্তু বিষয়টা হলো মানুষের চিত্তের পরিবর্তন, ভাবনার পরিবর্তন এবং তার যে পরিপ্রেক্ষিত তৈরি করা, সেটাই আসলে প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর তালুকদার, রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রেজাউল ইসলাম প্রমুখ।

বরেন্দ্র আর্ট সোসাইটির আহ্বায়ক মো. তারিক হাসান জানান, এই সংগঠনের সদস্যদের তৈরি করা প্রায় ৫০টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রদর্শনী চালু থাকবে। তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা এই প্রদর্শনীর আয়োজন করেছি। আগামীতে প্রতি বছরই প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা আছে।’

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা