X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অ আ ক খ স্কুলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০ মে ২০১৭, ১৮:৩৮আপডেট : ২০ মে ২০১৭, ১৮:৪০

অ আ ক খ স্কুলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘অ আ ক খ স্কুলের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। স্কুলটি সাভারের জাতীয় স্মৃতিসৌধের কাছাকাছি অবস্থিত নিরিবিলি বস্তির সুবিধা-বঞ্চিত শিশুদের শিক্ষার আলোর সন্ধান দিতে প্রতিষ্ঠা করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ওই স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্কুলের পরিচালক ডা. নাজমুল হোসাইন জানান, স্মৃতিসৌধের পাশে অবস্থিত ৪০ থেকে ৫০টি কুঁড়ে ঘর নিয়ে এক সংকীর্ণ পল্লী আছে, যা স্থানীয়দের কাছে ‘নিরিবিলি বস্তি’ নামেই পরিচিত। বাঁশ ও পলিথিনে মোড়া এসব কুঁড়ে ঘরে বসবাসরত এবং ভাসমান পরিবারের সদস্যদের কাছে তাদের শিশুর জন্য শিক্ষার ব্যবস্থা করা নিতান্ত বিলাসিতা। পরবর্তীতে অভাবের তাড়নায় এই শিশুরাই পরিচিত হয়ে ওঠে কর্মজীবী শিশু হিসাবে। আর সমাজকে এই অভিশাপ থেকে মুক্ত করার ভাবনা থেকেই এই সুবিধা-বঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে ‘অ আ ক খ’ স্কুলের পথচলা শুরু হয় গতবছরের এইদিনে। এই স্কুলের মাধ্যমে বস্তির ৬৪ জন শিশুর মধ্য থেকে ২২ জন শিশুকে প্রাথমিক শিক্ষা গ্রহণের উপযোগী করে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে গণ স্বাস্থ্যকেন্দ্রের গণ পাঠশালাসহ নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়গুলোতে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে বিকাল ৪ টায় স্কুল প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পরে স্কুলের শিশুরা ফুলের তোড়া প্রদানের মধ্যদিয়ে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন। এরপর স্কুলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শিশুদের মধ্যে বিতরণ করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. লায়লা পারভিন বানু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে বিএসএমএমইউ এর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. লায়লা পারভিন বানু বলেন, ‘আমি এই ফুলের মতো কোমল শিশুদের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সম্মানিত বোধ করছি। আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে দেশকে শত্রুমুক্ত করেছি। সাধারণ মানুষের উপকারের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ মানুষকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।’

অতিথিদের বক্তব্যের পর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’