X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সুবিধাবঞ্চিত শিশুদের মুখেও ঈদের খুশি

ইউএপি প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ২০:৩৭আপডেট : ১৭ জুন ২০১৭, ২০:৪৪

সুবিধাবঞ্চিত শিশুদের মুখেও ঈদের খুশি সমাজের বিদ্যামান বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে চার বছর আগে কয়েকজন তরুণের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল সেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তন চ্যারিটি ফাউন্ডেশন।’  এরই ধারাবাহিকতায় তারা গড়ে তুলেছিলেন ‘সুবিধাবঞ্চিত শিশু শিক্ষাকেন্দ্র, পরিবর্তন স্কুল।’

জানা গেছে,পরিবর্তন চ্যারিটি ফাউন্ডেশন যাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে তাদের  প্রায় সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকার সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় অবস্থিত ওই স্কুলে বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত নিম্নবিত্ত পরিবারের ৮৪জন সুবিধাবঞ্চিত শিশুরা পড়ালেখা করছে। পরিবর্তন চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব শিশুদের শিক্ষা উপকরণ, পোশাক, পাঠদান ও নিয়মিত স্বাস্থ্যসেবাসহ মৌলিক সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়।

এছাড়া এই ফাউন্ডেশন প্রতি বছর ঈদের খুশি শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে আয়োজন করে ঈদের নতুন জামা কাপড় বিতরণ উৎসব। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানী ঢাকার মিরপুরে একটি কনভেনশন সেন্টারে কাপড় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৮৪জন শিশুকে ঈদের নতুন জামা কাপড় দেওয়া হয়।

অনুষ্ঠানে পরিবর্তন চ্যারিটি ফাউন্ডেশনের সব সদস্যরা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক সাদাত শাহরিয়ার পিয়াস।

পরিবর্তন চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাকিব রায়হান আকাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুবিধাবঞ্চিত এই শিশুদের একটু আনন্দ দিতে, তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ তাদের সঙ্গে ভাগ করে নিতেই আমাদের এই প্রচেষ্ঠা। বিগত বছরগুলোতে আমরা বৃদ্ধাশ্রমের মায়েদের নতুন জামা কাপড় দিয়েছি। এ বছর শিশুদের জামা কাপড় উৎসব ছাড়াও আমরা রমজান জুড়ে সপ্তাহে দুই দিন ঢাকায় শ্রমিক এবং গরিবদের মাঝে ইফতার বিতরণ করেছি। আগামীতেও আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।’

/এমডিপি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান