X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৪:০৭আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৪:১৩

জবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্ট কায়সার হামিদের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

সমাবেশে জবির বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেদুল ইসলাম বলেন, ‘একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ’

জবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রোনিয়া সুলতানা ঝুমুর বলেন, ‘সেদিন শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরে সঠিক পথ ধরে চলছিল। এ বিষয়ে সার্জেন্ট কায়সার একটি বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন হালকা ধাক্কাধাক্কি হয়েছিল। কিন্তু মামলায় হালকা ধাক্কাধাক্কি হত্যার উদ্দেশ্যে মারধর হয় কিভাবে? ’

তিনি আরও বলেন, ‘জবি শিক্ষার্থীরা এমনি প্রচণ্ড কষ্ট করে যা দেশের আর কোনও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করতে হয় না। সেখানে তাদের সামান্য অন্যায়ের কারণে মামলা মেনে নেওয়া যায় না।’

উল্লেখ্য, সোমবার (১৭ জুলাই) রাজধানীর বাংলামটর এলাকায় জবির তিনটি বাস উল্টোপথে যেতে চাইলে বাঁধা দেন কর্তব্যরত পুলিশ সার্জেন্ট কায়সার হামিদ। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সার্জেন্টের বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঘটনার একদিন পরে দায়ের করা মামলার এজহারে তিনি দায়িত্ব পালনকালে হত্যার উদ্দেশ্যে মারধর, যানবাহন চলাচলে বাধা এবং সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ করেন। এতে প্রায় ৩০-৪০জন অজ্ঞাত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়।

/এমডিপি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়