X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেকৃবিতে এএসভিএম অনুষদের নবীনবরণ

শেকৃবি প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৬:৪২আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৬:৪৬

শেকৃবিতে এএসভিএম অনুষদের নবীনবরণ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবীনবরণ ও ডিন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশে যতোগুলো বিপ্লব ঘটেছে তার মধ্যে অন্যতম হল কৃষি বিপ্লব। এই বিপ্লবের অবদান দেশের কৃষিবিদদের অবদান।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার সময়ে আমাদের দেশে সাড়ে সাত কোটি মানুষ ছিল। ওই সময়ে বিদেশ থেকে আমাদের দেশে খাবার আমদানি করা হতো। এখন আমরা নিজেরাই বাইরের দেশে খাবার রপ্তানিকরতে পারি। এটা কৃষি ভার্সিটির ও কৃষিবিদদের অবদান।’

অধ্যাপক আব্দুল মান্নান বলেন,‘তুরস্কের সঙ্গে চুক্তি হয়েছে, তারা আমাদের দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৫টি স্কলারশিপ দিবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্যবিদ্যালয়,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবে।’

এ সময় বিভিন্ন ব্যাচের ১৬ জন শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড.কামাল উদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, রেনেটা লিমিটেডের অ্যানিম্যাল হেলথ ডিভিশনের প্রধান মো. সিরাজুল হক, অ্যানিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ,অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন,সহকারী অধ্যাপক ডা. কেবিএম সাইফুল ইসলাম,সহকারী অধ্যাপক ড. উদয় কুমার মহন্ত, সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম, সহকারী অধ্যাপক হাজ্জাজ বিন কবীর, সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল ইসলাম, সহকারী অধ্যাপিকা সাজেদা সুলতানা ও সহকারী অধ্যাপক মো. মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা