X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যবিপ্রবিতে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডারে হবে ক্লাস পরীক্ষা

যশোর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ২০:০৯আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২০:১৩

যবিপ্রবিতে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডারে হবে ক্লাস পরীক্ষা সেশন জট কমাতে অভিন্ন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস, পরীক্ষা এবং পরীক্ষার ফল প্রকাশের সব সূচি একসঙ্গে জানতে পারবে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ১৯তম একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান ও যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

কাউন্সিলে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সন্তানরা যেন এই বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারে, বিশ্ববিদ্যালয়কে সেই মানের করে গড়ে তুলতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই তরুণ। আমি মনে করি, আপনারাই পারবেন বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করতে। তাই বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর করতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।’

এছাড়া সভায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে মাস্টার্স চালু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী একাডেমিক কাউন্সিলে সংশ্লিষ্ট বিভাগগুলোর সক্ষমতা যাচাই করে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সভায় আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহের যেকোনও সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন করার বিষয় নিয়েও আলোচনা করা হয়।    

১৯তম সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৯ ও ১০ নভেম্বর যথাক্রমে বৃহস্পতি ও শুক্রবার নেওয়ার কথা জানানো হয়।

সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. বিপ্লব কুমার বিশ্বাস, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ওমর ফারুক, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ইকবাল কবির জাহিদ, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জিয়াউল আমিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রশীদসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী