X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

খুবি প্রকৌশল ও প্রযুক্তি স্কুলে ভর্তিতে জীববিজ্ঞান বাধ্যতামূলক নয়

খুলনা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ১৪:৫১আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৪:৫৫

খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ভর্তির জন্য জীববিজ্ঞান বাধ্যতামূলক নয়। খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এস এম আতিয়ার রহমান জানান, ‘এ’ ইউনিটে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের আবেদনের নূন্যতম যোগ্যতা জিপিএ/জিপি এসএসসি এবং এইচএসসি/সমমান-৪ দশমিক ৫ থাকতে হবে। তবে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীন আটটি ডিসিপ্লিনে (স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও পরিসংখ্যান) ভর্তির ক্ষেত্রে এইচএসসিতে গণিতে জিপিএ/জিপি ৪, রসায়ন বিজ্ঞানে জিপিএ/জিপি ৪, পদার্থ বিজ্ঞানে জিপিএ/জিপি ৪ এবং ইংরেজিতে জিপিএ/জিপি ৩ থাকতে হবে।

অপরদিকে, একই ইউনিটের জীব বিজ্ঞান স্কুলের অধীন সাতটি ডিসিপ্লিনের (এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফার্মেসি, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট) ভর্তির ক্ষেত্রে এইচএসসিতে জীব বিজ্ঞানে জিপিএ/জিপি ৪, গণিতে জিপিএ/জিপি ৪, রসায়ন বিজ্ঞানে জিপিএ/জিপি ৪, পদার্থ বিজ্ঞানে জিপিএ/জিপি ৪ এবং ইংরেজিতে জিপিএ/জিপি ৩ থাকতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকায় প্রকাশিত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ‘এ’ ইউনিটের উভয় স্কুলে ভর্তির ক্ষেত্রে জীব বিজ্ঞানে জিপিএ ৪ প্রাপ্তির বিষয়টি উল্লেখ ছিল। এটি সংশোধন করা হয়েছে। ফলে এ ইউনিটে বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ভর্তির জন্য জীববিজ্ঞান বাধ্যতামূলক নয়। এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.ku.ac.bd এবং kuadmission.online) তে পাওয়া যাচ্ছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!