X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে সমস্যার সমাধান করতে হবে শিক্ষার্থীদের’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৬ আগস্ট ২০১৭, ০০:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ০০:০৪

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের সৃজনশীল দৃষ্টিভঙ্গী ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সৃজনশীলভাবে চিন্তা করতে হবে এবং তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। এই শক্তিকে কাজে লাগিয়েই নতুন জ্ঞান তৈরি করতে হবে। এর মাধ্যমে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে হবে। সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় গবেষণার ব্যবস্থা থাকতে হবে।’
শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারে শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ইনোভেটিভ টিচিং অ্যান্ড লার্নিং এক্সপো-২০১৭’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শুধু সার্টিফিকেট অর্জনের জন্য উচ্চ শিক্ষা নয়। এখানে একটি বড় পরিবর্তন আনতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অনেক দায়িত্ব রয়েছে। শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে।নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। এজন্য ইনোভেটিভ টিচিং ও লার্নিং গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘আমরা চিরকাল শুধু জ্ঞান ও প্রযুক্তি আমদানিকারক থাকব না।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘মানবসম্পদ গড়ার ওপর আমরা জোর দিচ্ছি। শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ব্যবস্থা করে দিতে হবে। সেজন্য কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে।’
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ড. মুনাজ আহমেদ নূর ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, শিক্ষাবিদ, শিক্ষাকর্মী, নীতিনির্ধারক ও শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এক্সপোতে ইনোভেটিভ টিচিংয়ের ওপর ৫৮টি প্রজেক্টের মধ্যে প্রথম স্থান অধিকার করেন গোপালগঞ্জ জেলার ডালনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লতিফা আক্তার শিউলি এবং দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মো. শাহ আলম মজুমদার। এক্সপোতে মোট চারটি ওয়ার্কশপ, ছয়টি সেমিনার, দুইটি প্ল্যানারি সেশন ও একটি রাউন্ডটেবিল অনুষ্ঠিত হবে।

/এমডিপি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!