X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে জবি ছাত্রলীগের ধাওয়া পাল্টা-ধাওয়া

জবি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৫

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে জবি ছাত্রলীগের ধাওয়া পাল্টা-ধাওয়া চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জবি ক্যাম্পাসের নতুন ভবন ও প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। জবি প্রক্টর ড. নূর মোহাম্মাদ বাংলা ট্রিবিউনকে এ সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) জবির ভর্তি পরীক্ষার দিন ভর্তিচ্ছুদের কাছ থেকে চাঁদা তোলেন জবির কয়েকজন শিক্ষার্থী। সোমবার ওই চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডা শুরু করে ছাত্রলীগের তরিকুল গ্রুপ ও হারুন গ্রুপের কয়েকজন কর্মী। এদিন দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসের প্রবেশ পথে হারুন গ্রুপের রাতুল, সাগর, ওবাইদুর ও আলভিনসহ ১০-১২ জনকে ধাওয়া করে তরিকুল গ্রুপের মাসুদ, লিখন, শোভন, সোহান, মিলন, মাহফুজ ও তরিকুলসহ প্রায় ২০ জন কর্মী। পরে হারুন গ্রুপের কর্মীরা সংঘবদ্ধ হয়ে তরিকুল গ্রুপের কর্মীদের পাল্টা ধাওয়া করে। এসময় তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এক পর্যায়ে পুলিশ ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত হয়েছেন হারুন গ্রুপের রাতুল, সাগর, ওবাইদুর ও আলভিন এবং তরিকুল গ্রুপের সোহান ও মাহফুজ। আহতদের স্থানীয় সুমনা মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় মোবাইল অথবা ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ ছিল। এতে বিপাকে পড়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সুযোগে জবি ছাত্রলীগের কয়েকজন কর্মী ভর্তিচ্ছুদের ব্যাগ ও মোবাইল জমা নেওয়ার ব্যবস্থা করে। ভারটেক্স গ্রুপ নামে একটি ভুয়া স্বেচ্ছাসেবী সংগঠনের নামে তারা এ কার্যক্রম পরিচালনা করে। তবে এক ঘণ্টার জন্য ব্যাগ ও মোবাইল জমা রাখতে তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ৫০ থেকে একশ টাকা করে চাঁদা নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর একটি আইফোন ছিনতাইয়ের অভিযোগও ওঠে।

সোমবারের সংঘর্ষের আগে রবিবারও ওই চাঁদার টাকা ও আইফোনের ভাগ নিয়ে দুই দফা মারামারি হয় ক্যাম্পাসে। এতে দুই দফায় হারুন গ্রুপের শাকিল চৌধুরী নামের এক কর্মীকে মারধর করে ভার্টেক্স গ্রুপের তরিকুলের কর্মীরা। ওই ঘটনার জের ধরে সোমবার আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে হারুন ও তরিকুল গ্রুপের কর্মীরা।

এ বিষয়ে জবি প্রক্টর ড. নূর মোহাম্মাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টাকা ভাগাভাগি নিয়ে দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ কোনও অভিযোগ করেনি। পুলিশের সহযোগিতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’

চাঁদা তোলার বিষয়ে প্রক্টর বলেন, ‘ভর্তিচ্ছুদের কাছ থেকে টাকা গ্রহণ সম্পূর্ণ অবৈধ। ভারটেক্স গ্রুপ নামে জবিতে কোনও সংগঠন নেই। এ ঘটনায় সাত জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা