X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রাবিতে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু

রাবি প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ১৯:৪২আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৯:৪৮

রাবিতে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব শুরু জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ রাজশাহী শাখার আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব-১৪২৪ শুরু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ড. সনজীদা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. সনজীদা খাতুন বলেন, ‘আমাদের পথ খুঁজতে হবে কী করে আমরা মানুষ হতে পারি, আমাদের চারপাশের সবাইকে মানুষ করতে পারি। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে বহু সাধনা করতে হয়। আমি সবাইকে বলব, আমরা যেন মানুষের কাছে যাই। মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করি।’

এসময় কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, ‘আমরা এখনো রবীন্দ্রনাথকে আবিষ্কার করে শেষ করতে পারিনি, তাকে গ্রহণ করে শেষ করতে পারিনি। মানুষের উৎকর্ষের যে শিকড়, সেই শিকড় থেকে তিনি কথা বলেছেন। সেখানে পৌঁছাতে কতো সময় লাগবে, আমরা আজও জানি না।’

বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক অরুণ কুমার বসাক বলেন, ‘এখন রবীন্দ্রচর্চা অনেক কমে গেছে। আমাদের মাঝে লোভ-লালসা অত্যন্ত বেড়ে গেছে। আমাদের ছাত্র-ছাত্রীদের মেধা সীমিত হয়ে গেছে।’

অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা বলেন, ‘রবীন্দ্রনাথের গানে মানবিক বোধের বিষয়টি উঠে এসেছে। আমাদের তার গানের চর্চার পাশাপাশি মানবিক বোধের চর্চা চালিয়ে যেতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খানসহ অনেকে।

দুই দিনব্যাপী এ উৎসবে রবীন্দ্রনাথ স্মরণে চারটি স্কুলের শিশুদের শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টা থেকে এ প্রদর্শনী শুরু হয়।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী