X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১৪ দফা দাবিতে কুবি শিক্ষক সমিতির মানববন্ধন

কুবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ২০:০৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২০:০৮

১৪ দফা দাবিতে কুবি শিক্ষক সমিতির মানববন্ধন উপাচার্যকে দেওয়া বাড়তি ভাতা বিশ্ববিদ্যালয় কোষাগারে ফেরত, প্রক্টরের পদত্যাগ ও অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধসহ ১৪ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি ড.মো. আবু তাদের, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও বঙ্গবন্ধু পরিষদের নেতাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় তাদের দাবি উপাচার্য মেনে না নিলে ধারাবাহিকভাবে কর্মসূচি চলতে থাকবে বলে জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

এর আগে রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের কাছে ১৪ দফা লিখিত দাবি পেশ করে শিক্ষক সমিতি। তাদের দাবির মধ্যে উপাচার্যকে দেওয়া বাড়তি ভাতা বিশ্ববিদ্যালয় কোষাগারে ফেরত, প্রক্টরের পদত্যাগ,অবৈধ নিয়োগ বাণিজ্য বন্ধ করা, বঙ্গবন্ধুর ভাস্কর্যের দুর্নীতির বিচার,সন্ধ্যাকালীন এমবিএ কোর্সের টাকা ফেরত, ছাত্র হত্যার বিচার, সাক্ষর জালিয়াতি করে বন্যাদুর্গতদের জন্য শিক্ষকদের এক দিনের বেতন ভাতা প্রদানকারীর শাস্তি, শিক্ষক শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা ও নিম্নমানের আসবাবপত্র কেনার সঙ্গে জড়িতদের শাস্তি প্রদানসহ ১৪ দফা দাবি দেন।

শিক্ষক সমিতির সমিতির সভাপতি ড. মো. আবু তাহের বলেন, ‘উপাচার্যের স্বেচ্ছাচারিতা এখন সীমা ছাড়িয়েছে। তিনি বিভিন্ন অনিয়মের জন্ম দিয়েছেন। চাকরির জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে অগ্রীম টাকাও নিয়েছেন বলে আমাদের কাছে প্রমাণ রয়েছে। তাই আমরা তাকে ক্যাম্পাসে এসে দফতরে যেতে দেবো না। এই জন্যই আমরা কর্মসূচি দিয়েছি।’

এ ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলে শিক্ষক নেতারা আন্দোলন করছেন, তা কতোটুকু যৌক্তিক তারাই সেটা জানেন। আমি সান্ধ্যকালীন কোর্সে পড়িয়ে টাকা নেই এটা তো অন্য শিক্ষকরাও নেন। এখন যে সব শিক্ষকরা আমার বিরুদ্ধে এ অভিযোগ এনে আন্দোলন করছেন,তারাই এক সময় আমার পাশে থেকে প্রশংসা করেছেন। তাহলে এখন কেন এমন করছেন তারা।’

বিভিন্ন কমিটিতে থেকে টাকা নেওয়ার বিষয়ে উপাচার্য বলেন,‘সব বিশ্ববিদ্যালয়ে তো এটা হয়। কোন কমিটিতে থেকে কাজ করলে তার একটা ভাতাতো থাকেই। তবে এটা যদি অবৈধ হয়, সরকার চাইলে আমি তা ফেরত দেবো। এর জন্য ইউজিসি রয়েছে, সরকার রয়েছে। তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা