X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শাবির গণিত বিভাগের রজত জয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু

শাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৪২

শাবির গণিত বিভাগের রজত জয়ন্তীর রেজিস্ট্রেশন শুরু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) গণিত বিভাগের রজত জয়ন্তী উপলক্ষে রেজিস্ট্রেশন আজ রবিবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। আগামী বছরের ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী এ রজত জয়ন্তী অনুষ্ঠিত হবে।

রবিবার দুপুর সাড়ে ১২টায় রেজিস্ট্রেশনের উদ্বোধন করেন রজত জয়ন্তীর অনুষ্ঠানের আহ্বায়ক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘এই রজত জয়ন্তী অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করতে আমরা কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানের সফলতার লক্ষ্যে বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন, শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’

অনুষ্ঠানের সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো.শাহ নুর জানান, রেজিস্ট্রেশন ফি বাবদ বিভাগের ১ম থেকে ১৩তম ব্যাচ পর্যন্ত ২ হাজার টাকা, ১৪তম থেকে ১৬তম ব্যাচ পর্যন্ত ১ হাজার ৫শ টাকা, ১৭তম থেকে ২১তম ব্যাচ পর্যন্ত ১ হাজার টাকা এবং ২২তম থেকে ২৭তম ব্যাচ পর্যন্ত ৮শ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের জন্যে অতিরিক্ত ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, রেজিস্ট্রেশন ফি গণিত বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের সোনালী ব্যাংকের বিশ্ববিদ্যালয়ের শাখা অ্যাকাউন্টে অথবা বিকাশের (০১৭১১-৯০৩৯৫০, ০১৭৪০-৫৯৭৯৩৮) মাধ্যমে প্রদান করা যাবে। এছাড়া অনলাইনে গিয়ে এ ওয়েবসাইটে (www.sustmathalumni.org) রেজিস্ট্রেশন করতে হবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, প্রফেসর ড. সাজেদুল করিম, প্রফেসর ড. রাশেদ তালুকদার, প্রফেসর ড. গোলাম আলী হায়দার, রজত জয়ন্তীর কোষাধ্যক্ষ প্রফেসর ড. আশরাফ উদ্দিন, প্রফেসর ড. সামসুন নাহার বেগম, প্রফেসর ড. মাহাবুর রশিদ, প্রফেসর ড. নাজনীন আখতার, প্রফেসর ড. খায়রুল হাসান, রজত জয়ন্তীর সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো.শাহ নুর, আমিনুল হক. ড. মো.সাইফুল ইসলাম, ড. কাওসারী সুলতানা, রেজোয়ান আহমেদ, সহকারী অধ্যাপক চন্দ্রানী নাগ ও হিমাদ্রি শেখর চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
তীব্র গরমে মরে যাচ্ছে মুরগি, কমেছে ডিম ও মাংসের উৎপাদন
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি