X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট ষষ্ঠ দিনে

ইবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৭, ২০:০১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৭, ২০:০৩

ভর্তি ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট ষষ্ঠ দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের বর্ধিত ভর্তি ফি কমানোর দাবিতে ষষ্ঠদিনের মতো আন্দোলন অব্যহত রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবি না মেনে নেওয়ায় তিনদিন সরকারি ছুটির পর প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে তারা।

এদিন দুপুর ১২টা থেকে অবস্থান কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা টাকার গাছ না’, ‘শিক্ষা কোনও পণ্য নয়, শিক্ষা মোদের অধিকার’, ‘অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে’, ‘তেল নুন পেয়াজের মতো শিক্ষা কোনও পণ্য নয়’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান প্ল্যাকার্ডে দেখা যায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইবিতে গত শিক্ষাবর্ষে মানবিক, আইন, ব্যবসায় প্রশাসন ও বিজ্ঞান অনুষদভূক্ত বিভাগগুলোতে মোট ৩ হাজার ২শ টাকা থেকে ৫ হাজার ৭শ টাকার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যেত। কিন্তু ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মানবিক ও আইন অনুষদভূক্ত বিভাগগুলোতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে মোট ১১ হাজার ৮১৫ টাকা, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত বিভাগগুলোতে মোট ১২ হাজার ৪১৫ টাকা এবং বিজ্ঞান অনুষদভূক্ত বিভাগগুলোতে মোট ১৩ হাজার ৩১৫ টাকা লাগবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা না করেই একবারে তিনগুন ভর্তি ফি বাড়ানোয় ১০ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট এই বর্ধিত ভর্তি ফি কমানোর দাবিতে ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে। ১২ ডিসেম্বর একই প্রতিবাদে মানববন্ধন ও প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় সাধারণ শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে যদি তাদের দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আগামীতে অবস্থান ধর্মঘট পালনসহ গণ আন্দোলনের ঘোষণা দেয় তারা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত ভর্তি ফি কমানোর দাবি না মেনে নেওয়ায় আল্টিমেটাম অনুযায়ী আজ রবিবার ষষ্ঠদিনের মতো আন্দোলন অব্যহত রেখেছে শিক্ষার্থীরা।

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে ভর্তি ফি তিনগুণ বৃদ্ধি করে যে সিদ্ধান্ত নিয়েছে, এর প্রতিবাদে আমরা আন্দোলন করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যহত থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের অন্য বিশ্ববিদ্যায়গুলোর তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কম। ভর্তি ফি উন্নয়ন কমিটির সুপারিশে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তি ফি বাড়ানো হয়েছে। আশা করি, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা এ আন্দোলন থেকে সরে আসবে।’

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক