X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শাবিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৬ ডিসেম্বর

শাবি প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৫আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) ভর্তি করানো হবে। সোমবার (১৮ ডিসেম্বর) ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. আবদুল গনি বলেন, ‘আগামী ২৬ ডিসেম্বর ‌‘বি’ ইউনিট (কোটাসহ) এবং ২৭ ডিসেম্বর ‘এ’ ইউনিটরে (কোটাসহ) অপেক্ষমাণ মেধা তালিকা থেকে ভর্তি করা হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।’

ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মো.মহিবুল আলম বাংলা ট্রিবিউনকে জানান, বি ইউনিটে সর্বমোট ৪৯০টি শূন্য আসনের জন্য আগামী ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় অপেক্ষমাণ মেধা তালিকা গ্রুপ-১ থেকে ১-৮২২ এবং গ্রুপ-২ থেকে ১-১৫ জনকে ডাকা হয়েছে। একই দিন দুপুর ২টায় ‌বি ইউনিটের গ্রুপ-১ এর অপেক্ষমাণ তালিকা থেকে মুক্তিযোদ্ধার সন্তান ১-১৫ জন, প্রতিবন্ধী ১-২জন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১-৪ জন এবং গ্রুপ-২ এর অপেক্ষমাণ তালিকা থেকে মুক্তিযোদ্ধা কোটায় ২জনকে ভর্তির জন্য ডাকা হয়েছে।

তিনি আরও জানান, আগামী ২৭ ডিসেম্বর (বুধবার) এ ইউনিটভুক্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার শূন্য আসনগুলোতে অপেক্ষমাণ মেধা তালিকা থেকে ভর্তি করানো হবে। এদিন সকাল ৯টায় বিজ্ঞান শাখায় ১২৩টি শূন্য আসনের জন্য ১-২২০ জন, মানবিকে ৩২টি আসনের জন্য ১-৩৯ জন এবং বাণিজ্য শাখায় ১২টি শূন্য আসনের জন্য ১-১৫ জনকে ডাকা হয়েছে। এছাড়া দুপুর ২টায় বিজ্ঞান শাখার জন্য মুক্তিযোদ্ধার সন্তান ১-৩ জন, প্রতিবন্ধী ১ জন,পোষ্য ১-৩ জন, মানবিকে মুক্তিযোদ্ধার সন্তান ১ জন এবং বাণিজ্যসহ উভয় শাখায় ক্ষু নৃ-গোষ্ঠী কোটায় ভর্তির জন্য প্রথম থেকে ৪ জনকে ডাকা হয়েছে।

সাক্ষাৎকার ও ভর্তির সময় শিক্ষার্থীদের এডমিট কার্ড (ভর্তি পরীক্ষা), এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৬ হাজার ৮৫০ টাকা সঙ্গে নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি হতে ইচ্ছুক অপেক্ষমাণ তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে।

প্রসঙ্গত, সোমবার (১১ ডিসেম্বর) শাবির ভর্তি কার্যক্রম শুরু হয়। ১৮ নভেম্বর শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.sust.edu/admission)এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা যাবে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়