X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৩ ফেব্রুয়ারি

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৩৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪৩

গণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৩ ফেব্রুয়ারি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভিসির সভাকক্ষে বিশেষ সভায় পুনর্মিলনী নিবন্ধনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. লায়লা পারভিন বানু।

পুনর্মিলনী অনুষ্ঠানকে বর্ণিল করে ‍তুলতে এদিন বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার মো.দেলোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। ওইদিন সাংগঠনিক অধিবেশনে বিভাগ ভিত্তিক অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন এবং কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হবে। বিকালে সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন থাকবে। এছাড়া পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত হবে বিশেষ স্মরণিকা। এতে সাবেক শিক্ষার্থীদের সবার ছবি অন্তর্ভুক্ত থাকবে।

মঙ্গলবার থেকেই পুনর্মিলনীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় অংশ নিতে নিবন্ধন ফি দিতে হবে এক হাজার টাকা। নিবন্ধনের শেষ সময় ৫ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফি ১ হাজার ২০০ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। তবে কেউ যদি রাতে থাকতে চায় তাকে অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন আরও জানান,আশা করছি, এম বি বি এসসহ ১৩টি বিভাগের প্রায় ৩ হাজার প্রাক্তন শিক্ষার্থী এ পুনর্মিলনীতে অংশ নিবে।

এছাড়া অনুষ্ঠানকে সফল করতে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু, সহকারী রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেল, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

পুনর্মিলনীর নিবন্ধন সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (www.gonouniversity.edu.bd) পাওয়া যাবে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক