X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেষ হলো ড্যাফোডিল আইসিটি কার্নিভাল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫২

শেষ হলো ড্যাফোডিল আইসিটি কার্নিভাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ‘ড্যাফোডিল আইসিটি কার্নিভাল ২০১৮’। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস ও বেসিসের সাবেক সভাপতি এস এম কামাল ও আইবিসিএস প্রাইমেক্সের প্রতিষ্ঠাতা বেসিসের সাবেক সভাপতি এ তৌহিদ।

ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কার্নিভালের আহ্বায়ক মোহাম্মদ নূরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গোলাম মওলা চৌধুরী, স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়া, মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ আলায়ার ও কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রধান সরোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

প্রোগ্রামিং কনটেস্টে ‘হিরো আলম’ দল চ্যাম্পিয়ন হয়ে এক লাখ টাকা পুরস্কার লাভ করে। এ দলের সদস্যরা হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের নীরব, হাসিব, শুভ ও অমিত। প্রথম রানার আপ হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের টার্মিনেটর সি’ দল। এ দলের সদস্যরা হলেন শাকিল, রিজওয়ানুল ও নূর সালমান।

প্রজেক্ট প্রর্শনীতে স্বাস্থ্য বিষয়ক প্রকল্প ‘সিটিজেন হেলথ ইনফরমেশন সিস্টেম প্রথম, আশার আলো অনলাইন স্কুল দ্বিতীয় ও ক্লাউড কানেক্টেড সিটি তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে।

সুডোকো কনটেস্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিয় বিভাগের অমিত কুমার বালা, দ্বিতীয় ও তৃতীয় হয় একই বিভাগের যথাক্রমে মজিবুর রহমান ও হাসান তৌফিক আহমেদ।

মোশান গ্রাফিক্স কনটেস্টে মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের চয়ন সরকার প্রথম এবং একই বিভাগের  ফিরোজ কবির ও খন্দকার তরিকুল ইসলাম যথক্রমে দ্বিতীয় ও তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে।   

বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় প্রথম হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আসিফ মাহামুদ শুভ ও ইশতিয়াক মাহামুদ, দ্বিতীয় হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের আতিকুর রহমান খান এবং তৃতীয় হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এস এম মোস্তাফিজুর রহমান।

মোবাইল অ্যাপ্লিকেশন আইডিয়া প্রতিযোগিতায় প্রথম হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিয় বিভাগের তালহা জুবায়ের, দ্বিতীয় হয় একই বিভাগের মোঃ সাইফুল ইসলাম ও তৃতীয় হয় আশিক ই রব্বানী ও শামসুল আরেফিন।     

দেশের সর্ববৃহৎ এ কার্নিভালে ছিল আইসিটি প্রজেক্ট প্রদর্শনী, ভার্চুয়াল গেমিং কর্নার, লার্নিং টু লার্ন, গ্রাফিক্স আর্ট কনটেস্ট, আইটি অলিম্পিয়ার্ড, ইন্টারেক্টিভ সেশন, প্যানেল ডিসকাশন, ক্যারিয়ার টক, সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম, স্মার্ট ক্যাম্পাস হ্যাকাথন, প্রোগ্রামিং কনটেষ্ট, কুইজ প্রতিযোগিতা, ফান গেইমস, মুভি, গেইম শো ও টেকনো ফ্যাশন শো, বিজনেস আইডিয়া কনটেস্ট, টেক ডিবেট, এলামনাই ডায়ালগ, মোটিভেশন সেমিনার, আইসিটি শিল্পে ক্যারিয়ার বিষয়ে ডায়ালগ, গুগল টক, গেমিং কনটেস্ট, মিউজিক্যাল শো ইত্যাদি। সেরা প্রকল্প ও পারফরমারের জন্য মোট ১০ লাখ টাকার পুরস্কার দেওয়া হয় এ কার্নিভালে। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না