X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

রাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৭

রাবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বাংলাদেশ-চীন মেন্টাল হেলথ্ পারসপেকটিভ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাবি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বুধবার সকাল ১০টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা। মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আনওয়ারুল হাসান সুফির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীন একাডেমি অব সায়েন্স-এর অধ্যাপক ড. হান বাক্সিন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ও নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পরিচালক কামাল ইউএ চৌধুরীও প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনার উদ্বোধন করে উপাচার্য বলেন, সুস্বাস্থ্যের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বাংলাদেশে বিষণ্নতা ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে, যা মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ হিসেবে আলোচিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে ৩০ কোটির বেশি মানুষ বিষণ্নতায় ভুগছে। যার ফলে স্বাভাবিক কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাসহ সামাজিক জীবনও প্রভাবিত হচ্ছে।

উপাচার্য আরও বলেন, আশার কথা হলো, বর্তমান সরকার মানসিক স্বাস্থ্য সেবাসহ সব ধরনের স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে এবং মানসিক রোগাক্রান্ত ব্যক্তির অধিকার ও সুযোগের সমতা বিধানে যেসব পদক্ষেপ নিয়েছে। তার সুফল ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে লক্ষ্য করে অ্যাকাডেমিক ডিসিপ্লিন হিসেবে চিকিৎসা মনোবিজ্ঞান চালু ও বিশ্ববিদ্যালয় পরিবারের মানসিক স্বাস্থ্য পরিচর্যার জন্য মানসিক স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, চিকিৎসক ছাড়াও জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া