X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মৎস্যজীবীদের জন্য হাবিপ্রবির প্রশিক্ষণ কর্মশালা

হাবিপ্রবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৪

মৎস্যজীবীদের জন্য হাবিপ্রবির  প্রশিক্ষণ কর্মশালা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আই. আর. টি.) এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মৎসজীবীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

 এর মধ্যে বাঁশের হাট, কর্ণাই, সদর, হরিরামপুর,  চাঁদগঞ্জ, রাণীগঞ্জ, বীরগঞ্জ, বিরল, গোপালগঞ্জ, সেতাবগঞ্জ, চিরিরন্দর ও শেখপুরা অঞ্চলের কৃষকদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আই. আর. টি.) এর পরিচালক প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার-এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মিজানুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ অবস্থানে। এসব কিছুই সম্ভব হয়েছে মাছ চাষীদের অক্লান্ত পরিশ্রমের ফলে। তিনি আরও বলেন নিরাপদ খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্য গ্রহণে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান থাকা জরুরি। তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় হ্যাচারি স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনেক ফলপ্রসূ হবে এবং ধারাবাহিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। এ প্রশিক্ষণের মাধ্যমে মাছ চাষিরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশে মাছের চাষ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআরটি’র সহকারী পরিচালক মো. শাহজাহান মন্ডল এবং প্রশিক্ষণ কর্মশালায় ২০ কৃষক অংশগ্রহণ করেন।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!