X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৬ মে ২০১৮, ১৬:৩৮আপডেট : ১৬ মে ২০১৮, ১৬:৪২

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা গানের ভাবনা ও পথচলা’ বিষয়ক নিয়মিত আয়োজনের পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এবারের আয়োজনের শিরোনাম ছিল ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’। প্রিয় শিক্ষকের পছন্দের কিছু গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। বাংলা গানের ঐশ্বর্য ছড়িয়ে দেওয়া, শিক্ষার্থীদের রুচিবোধ উন্নত ও তাদের মধ্যে দেশীয় সঙ্গীত-সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতি সেমিস্টারেই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

‘বাংলা গানের ভাবনা ও পথচলা’র এবারের অনুষ্ঠানে গান নির্বাচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটস প্রফেসর আনিসুজ্জামান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সৈয়দ সাদ আন্দালিব ও ইংলিশ ও হিউম্যানেটিজ বিভাগের সভাপতি প্রফেসর ফিরদাউস আযিম।

বুধবার বিকেল তিনটায় শুরু হয়ে গানের আসর চলে সাড়ে পাঁচটা পর্যন্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী কয়েকটি গান পরিবেশন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও সাংবাদিক সাদিয়া আফরিন মল্লিক।

সঙ্গীতপ্রেমীদের জন্য গতকালের বিকেলটি ছিল অন্যরকম। ‘তোমারি নামে নয়ন মেলিনু’ ‘তোমায় গান শোনাবো’ ‘সখী ভাবনা কারে বলে’ ‘আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা’সহ কালজয়ী ও অমর কিছু গান গান উপহার দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন ব্র্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষ বিকেলে সেতার পরিবেশন করে সবাইকে বিমোহিত করেন উপাচার্য সৈয়দ সাদ আন্দালিব।

 ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’ শীর্ষক সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সাদ আন্দালিব। প্রফেসর এমিরেটস প্রফেসর আনিসুজ্জামান তার বক্তব্যে নিয়মিতভাবে দেশীয় সংস্কৃতির চর্চা করতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 ‘প্রিয় শিক্ষকের প্রিয় গান’ শীর্ষক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনসার আহমেদ। অনুষ্ঠানের সমন্বয় করেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরমিন্দ নীলোৎপল।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা