X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জবিতে অ্যাথলেটিকস ও ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
১৬ মে ২০১৮, ১৮:০৭আপডেট : ১৬ মে ২০১৮, ১৮:০৯

জবিতে অ্যাথলেটিকস ও ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ‘৬ষ্ঠ বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও ৪র্থ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য এবং ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাঃ আলী নুর-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিকস ও সাঁতার) এর আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ নুরে আলম আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. সেলিম ভূঁইয়া বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

৩২ বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী নিয়ে মোট ১০টি ইভেন্টে ১৯ ও ২০ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৬ষ্ঠ বার্ষিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ বার্ষিক অ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় সেরা অ্যাথলেট (ছাত্র) হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগের মোঃ লিমন এবং সেরা অ্যাথলেট (ছাত্রী) হওয়ার গৌরব অর্জন করে চারুকলা বিভাগের ছাত্রী নোশিন তাবাসসুম।

এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৪র্থ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২৮ মে মার্চ শুরু হয় এবং ১৯ এপ্রিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট প্রতিযোগিতায় মোট ৩২টি বিভাগ অংশগ্রহণ করে ও ৩১ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানার্স-আপ হয় আই.ই.আর। ৪র্থ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার পদক অর্জন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোঃ শহিদুল ইসলাম।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী