X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএসএমএমইউতে বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ১৯:০৭আপডেট : ০৫ জুন ২০১৮, ১৯:১৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিএসএমএমইউতে বৃক্ষরোপণ কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। মঙ্গলবার সকাল ১১টায় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) একটি চারা রোপণের মধ্য দিয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ শিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. আব্দুল মান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, চিফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম, হাসপাতাল বাগান কমিটির সভাপতি ও অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক, কমিটির সদস্য সচিব প্রশাসনিক কর্মকর্তা মোঃ রোকন প্রমুখ।

এ প্রসঙ্গে বিএসএমএমইউ এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। এটি আগামী ২০ জুন পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে ফল, ফুল, ঔষধি, কাঠ এইসব বিভিন্ন ধরনের ১০০টি বৃক্ষরোপণ করা হবে।

তিনি বলেন, আমাদের তো স্থানের স্বল্পতা রয়েছে। এরপরও আমরা চেষ্টা করছি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে যতটুকু সম্ভব সবুজময় করা।

এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অর্জুন, নিম, শিউলি, রঙ্গণ, হাসনাহেনা, গন্ধরাজ, আম, আমড়া, পেয়ারা, নারকেলি কুল, বড়ই, সফেদা, কামরাঙ্গা ইত্যাদি ফুল, ফলমূল ও ঔষধি বৃক্ষরোপণ করা হচ্ছে। 

/টিওয়াই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়