X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিনিয়োগ বিষয়ক প্রতিযোগিতা ‘অপটিমিটি ২০১৮’

ক্যাম্পাস রিপোর্ট
১৪ জুলাই ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৭:৪৩
image

প্রথমবারের আয়োজনেই ব্যাপক সফলতা লাভ করা ‘অপটিমিটি’এ বছর আবারও ফিরে এলো নতুন উদ্যমে। বরাবরের মতো নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাইন্যান্স ক্লাব আয়োজন করছে পুঁজিবাজারে সঠিক বিনিয়োগ এবং বিনিয়োগের বৈচিত্রায়ন বিষয়ক দেশের সর্ববৃহৎ আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ওয়ান ব্যাংক প্রেজেন্টস অপটিমিটি ২০১৮।’ 

বিনিয়োগ বিষয়ক প্রতিযোগিতা ‘অপটিমিটি ২০১৮’
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের পুঁজি বাজারে ও ক্রমবর্ধমানভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এবং অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ বাড়ছে। তবে এখনও এসব বিষয় নিয়ে দ্বিধান্বিত হতে দেখা যায় অনেককেই। তাই সঠিক সময়ে সঠিক বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার জন্য প্রয়োজন সঠিক ধারনা।পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সৃজনশীল পদ্ধতিতেও এই বিদ্যার সর্বোচ্চ প্রয়োগ করার সুযোগ করে দিচ্ছে ‘ওয়ান ব্যাংক প্রেজেন্টস অপটিমিটি ২০১৮।’
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ভিন্নমাত্রিক প্রতিযোগিতায় অংশগ্রহণকে আরও সহজ করে তোলার জন্য দেশের প্রায় ১৫ টি বিশ্ববিদ্যালয়ে রোড-শোয়ের আয়োজন করা হয়েছে। তিন ধাপবিশিষ্ট এই প্রতিযোগিতার তিনটি করে কর্মশালা থাকবে।বিনিয়োগের হাতিয়ারের সঠিক ব্যবহার এবং সঠিক বিনিয়োগ প্রক্রিয়ার সাথে পরিচিত করিয়ে দেওয়ার লক্ষ্যেই এই কর্মশালাগুলোর আয়োজন করা হয়। কর্মশালাগুলো পরিচালিত হবে পেশাদার প্রশিক্ষকদের দ্বারা। ১৪ জুলাই থেকে নিবন্ধন শুরু হওয়া প্রক্রিয়াটির শেষ সময় ১৯ জুলাই পর্যন্ত। ২০ জুলাই আয়োজিত হবে প্রথম কর্মশালা।
প্রথম ধাপের বাধা অতিক্রমকারীরাই দ্বিতীয় ধাপের কর্মশালায় অংশ নেওয়ার সুযোগ পাবে। এরপর দ্বিতীয় ধাপ অতিক্রমকারীরা সুযোগ পাবে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করার। একই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৩ অথবা ৪ সদস্যবিশিষ্ট শিক্ষার্থীর দল অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। অনলাইন এবং অফলাইন, দুইভাবেই নিবন্ধন ব্যবস্থা রাখা হয়েছে। এবারের আসরের বিজয়ী পাবেন ১ লক্ষ টাকা। প্রথম রানার্সআপ পাবেন ৬০ হাজার এবং দ্বিতীয় রানার্সআপ পাবেন ৪০ হাজার টাকা।
এন.এস.ইউ ফাইন্যান্স ক্লাব নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধীনস্তসহ-পাঠক্রম সংক্রান্ত একটি জনপ্রিয় ক্লাব যার যাত্রা শুরু হয় ২০১৪ সালে। তখন থেকেই ক্লাবটি এর সদস্যদের ব্যক্তিগত এবং পেশাদারি মনোভাব উন্নয়নের লক্ষ্যে এই ধরনের বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার এবং মেম্বার ডেভেলপমেন্ট সংক্রান্ত অনুষ্ঠান নিয়মিত আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতার আরেকটি সংযোজন এই আয়োজন। এ নিয়ে বিস্তারিত এন.এস.ইউ ফাইন্যান্স ক্লাবের ফেসবুক পেইজে পাওয়া যাচ্ছে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা