X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুবিতে স্নাতকোত্তর ভর্তিতে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ

কুবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২২
image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বাড়তি ফি আদায়ের অভিযোগ উঠেছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেখানে ৪ থেকে ৮ হাজার টাকায় শিক্ষার্থীরা স্নাতকোত্তরে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেখানে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্নাতকোত্তরে ভর্তি হতে গুণতে হচ্ছে প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ অর্থ।

বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সূত্রে জানা যায়, এ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে স্নাতক চার বছর মেয়াদী কোর্স সম্পন্ন করতে প্রতি বছর গড়ে ৬ হাজার টাকা খরচ করতে হয়। কিন্তু এক বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে একজন শিক্ষার্থীকে অনুষদ ভেদে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ফি বাবদ প্রায় ৯ হাজার থেকে ১২ হাজার টাকা জমা দিতে হয়। এছাড়াও বিভাগ ফি ও ডিন অফিস ফি এর সাথে বিভাগভিত্তিক ক্লাবের ফি মিলিয়ে গুণতে হয় আরও হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। সবমিলিয়ে শুধু এক বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতেই কুবি শিক্ষার্থীদের গুণতে হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা।
স্নাতক শেষ করে স্নাতকোত্তর কোর্সে ২০১৭-১৮ সেশনে ভর্তি হবেন আইসিটি বিভাগের শিক্ষার্থী মাসুদ পারভেজ সবুজ। তিনি বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত ঘরের সন্তানরা ভর্তি হয়। সাধারণত স্নাতক পড়াকালীন সময় থেকেই টিউশনি করিয়ে শিক্ষার্থীদের তাদের খরচ চালাতে হয়।এই অবস্থায় স্নাতকোত্তরে ভর্তির এতগুলো টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়, ধার করতে হয়। পাশাপাশ এই অর্থ জোগাড়ের চিন্তায় পড়াশোনাও ঠিকঠাক করা যায় না।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হতে একজন শিক্ষার্থীকে অনুষদ ভেদে ব্যয় করতে হয় ৭ থেকে ৮ হাজার টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিতে হয় সাড়ে ৪ হাজার টাকা। সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়ার পরও কেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় দুই থেকে চার-তিন গুণ টাকা দিতে হবে তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সদ্য স্নাতক শেষ করে স্নাতকোত্তরে ভর্তি হবেন এমন কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তি ফি শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হতে গেলে সব ফি মিলেয়ে গুণতে হয় প্রায় ১৫ হাজার টাকা। যা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়।’
এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘স্নাতকোত্তর ভর্তিচ্ছুদের উপর প্রশাসন অযৌক্তিকভাবে অতিরিক্ত ভর্তি ফি চাপিয়ে দিয়েছে। ছাত্রলীগ এ নিয়ে আগেও আন্দোলন করেছে ভবিষ্যতেও এমন যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।’
স্নাতক শেষ করা একজন শিক্ষার্থীর এত টাকা জোগাড়ের সমস্যা চিন্তা করে স্নাতকোত্তর কোর্সে ভর্তি ফি কমানো যায় কিনা এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মোঃ আবু তাহের জানান, ‘স্নাতকোত্তর ভর্তির ফি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও ফিন্যান্স কমিটির মাধ্যমে নির্ধারিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি ফি এর ব্যয়ের যৌক্তিকতা পর্যালোচনা করে দেখছে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!